মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই।
এইচ,এম ইমরান কজী
জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই।
ঢাকা কেরানীগঞ্জ 'জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা'র শিক্ষক মুফতি আতিকুল্লাহ গতকাল (সোমবার) ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। তিনি বসুন্ধরা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান সাহেবের ছেলে ও জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা'র প্রবীন মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা।
কেরানীগঞ্জ মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, "তিনি গতকাল সোমবার (২৫ নভেম্বর) নিজ বাড়ী চট্টগ্রাম থেকে কর্মস্থল কেরানীগঞ্জে আসার পথে ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।"
ইতোপূর্বে তিনি ফেনী 'জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল মাদরাসা' ও 'বগুড়া জামিল মাদরাসা'র শিক্ষক ছিলেন।
মুফতি আতিকুল্লাহ'র কোন খোঁজ পাওয়া গেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
মোবাইল নাম্বার
০১৬৪৬৪০২২৮২
০১৯৭১৮৯৯৭৮০
জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া কেরানীগঞ্জ।
মন্তব্যসমূহ