যমুনা টিভির বিরুদ্ধে ফরিদপুরে সমাজ কল্যাণ যুব সংসদের মানববন্ধন
এইচ,এম ইমরান কাজী
জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক(রহঃ) কে জঙ্গীবাদের প্রতিষ্ঠাতাআখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে ও বেসরকারি যমুনাটিভি কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর সমাজ কল্যাণ যুব সংসদ ও কওমী ফোরাম নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনেঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
কওমী ফোরামের আহবায়ক মুফতী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল আহাদ সিদ্দিকীরপরিচালনায় মানববন্ধনে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংসদের সভাপতি হাফেজ মাওলানামুফতী শিহাবুদ্দীন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,হাফেজ মুহাম্মাদুল্লাহ, এইচ এম ইমরানকাজী, মুফতী মোস্তফা কামাল,হাফেজমাওলানা শামচুল হক, হাফেজমাহবুবুর রহমান,মুফতী মাসুমবিল্লাহ,মাওলানা মামুনুর রশীদ,মুফতীআবুসাইদ নোমানী,হাফেজ তাজুলইসলাম,মুফতী জাকারিয়া,মাওলানাআবুল কাশেম প্রমূখ ।
মন্তব্যসমূহ