যমুনা টিভির বিরুদ্ধে ফরিদপুরে সমাজ কল্যাণ যুব সংসদের মানববন্ধন

এইচ,এম ইমরান কাজী

জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক(রহঃকে জঙ্গীবাদের প্রতিষ্ঠাতাআখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে  বেসরকারি যমুনাটিভি কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর সমাজ কল্যাণ যুব সংসদ ও কওমী ফোরাম নামে একটি সংগঠন

বৃহস্পতিবার ( ডিসেম্বরবিকাল টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনেঘণ্টাব্যাপী  মানববন্ধন করা হয়

কওমী ফোরামের আহবায়ক মুফতী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল আহাদ সিদ্দিকীরপরিচালনায় মানববন্ধনে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংসদের সভাপতি হাফেজ মাওলানামুফতী শিহাবুদ্দীন
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,হাফেজ মুহাম্মাদুল্লাহএইচ এম ইমরানকাজীমুফতী মোস্তফা কামাল,হাফেজমাওলানা শামচুল হকহাফেজমাহবুবুর রহমান,মুফতী মাসুমবিল্লাহ,মাওলানা মামুনুর রশীদ,মুফতীআবুসাইদ নোমানী,হাফেজ তাজুলইসলাম,মুফতী জাকারিয়া,মাওলানাআবুল কাশেম প্রমূখ 

বক্তারা যুমনা টিভির মিথ্যা  বানোয়া ট খবরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যমুনা টিভিকর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়ে বলেন,দ্রুত ক্ষমা না চাইলে যমুনাটেলিভিশনের কলাকুশলীদেরকে চরমমূল্য দিতে হবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"