আঃরহমান হাত্যাকারীর ফাঁসীর দাবিতে মানববন্ধন

এইচ,এম ইমরান কাজী 

জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪চরভদ্রাসন থানার আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার ছাত্র আঃরহমান হত্যাকারীর ফাঁসীর দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় উলামায়েকেরাম ও সর্বস্তরের জনগণ।

মাওলানা ইমরান কাজী ও আঃ আহাদ সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি সেলিম,মুফতি মোয়াজ,মাওঃজহুরুল,রাসেল জামান,আনোয়ার আলী মোল্যা, বাদল আমিন,মন্ঠু মৃধা,এইচ এম ইমরান কাজী,মাওঃজাহাঙ্গীর আল মুফতি মাসুদ সহ স্হানীয় নেত্রীবৃন্দ।
মাওঃ ইমরান কাজী বলেন অপরাধীর কোন পরিচয় নাই সে যেই হোক তার বিচার করতে হবে।
মুফতি সেলিম বলেন মাদ্রাসার পরিচালক এর দ্বায়ভার এরাতে পারে না আগামী ২৪ ঘন্টার মধ্যে আসল অপরাধী খুজে বের করতে হবে নতুবা কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন চলাকালিন ডিসি মহাদয় এদিকদিয়ে যাওয়ার সময় হাজার হাজার জনগণ রাস্তা ব্লক করে ফাঁসী ফাঁসী ফাঁসী
হত্যাকারীর ফাঁসী চাই বলে স্লোগান দিলে তিনি গাড়ি থেকে নেমে বলেন আমি কথা দিচ্ছি আপনারা সুষ্ট বিচার পাবেন।
প্রসঙ্গত:গত ২৫/১২/২০১৯ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসায় আঃ রহমান নামের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয় ছেলেটির বাড়ি সালথা থানা সোনাপুর গ্রামে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"