ফরিদপুর আইসোলেশনে মৃত্যু নারীর দাফনে বৃষ্টির মধ্যে চরভদ্রাসনের আলেম-উলামা।


এইচ,এম ইমরান কাজী: ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ মার্চ) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দুই নারী।

এদের মধ্যে শনিবার বেলা পৌনে ১২টার দিকে মারা যান শান্তা ইসলাম (১৭) নামে এক তরুণী। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে।

এরপর একইদিন দুপুর ১২টার দিকে মারা যান রেহানা খাতুন (৩০)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের শহীদ হোসেনের স্ত্রী।
গতকাল মৃত্যুবরণকারিনী ঐ মহিলার স্বজনরা কোনো উপায় না পেয়ে ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবের মোবাইলে 01762829043 এ নাম্বারে যোগাযোগ করলে তিনি তার চরভদ্রাসন তাকওয়া ফাউন্ডেশন  টিমের জিম্মাদার মাওঃজহুরুল হক ও মুফতি জাকারিয়া সাহেবকে জানালে চরভদ্রাসন তাক ওয়া ফাউন্ডেশনের আলেম সেচ্ছাসেবীগণ  শরীয়াসম্মত ভাবে কাফন, দাফনের জন্য ঝড়-বৃষ্টি উপেক্ষা করে
মৃত্যু নারীর বাড়িতে হাজির হন তাকওয়া ফাউন্ডেশন  চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি হযরত মাওলানা জহুরুল হক, মুফতি জাকারিয়া, মুফতি মাসুদুর রহমান, এইচ এম ইমরান কাজী, মাওঃআব্দুল আহাদ সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য জামীয়া ইসলামিয়া সিদ্দিকিয়া এম কে  ডাঙ্গী মাদ্রাসার মুহতামিম হযরত  আঃমান্নান সাহেবের ইমামতিতে জানাযা শেষে মাদ্রাসার  গোরস্থানে দাফন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"