সালথায় মাওলানা তাজুল ইসলামের ত্রাণ বিতরণ


তাওহীদ ডেস্ক:করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুরের সালথায় শতাধিক পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে (আনুমানিক ছয় দিনের) ত্রাণ সামগ্রী বিতরণ করেন হাফেজ মাওঃ আনিসুর রহমান তাজুল ইসলাম
তিনি হিন্দু মুসলিম কোন ভেদাবেদ না করে সকলের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দেন, হিন্দুরা বলেন এভাবে কেউ আমাদের কাছে পৌঁছে দেন নি তাই তারা তাজুলের মঙ্গল কামনা করেন।

জাতীর দুর্দিনে ওলামায়েকেরাম সব সময় মানবতার কল্যানে কাজ করে থাকেন।

মাওঃ তাজুল ইসলাম বলেন যতদিন বেচে আছি ততদিন মানবতার কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"