অন্তত এক মাসের বাড়ী ও দোকান ভারা মওকুফ করুন। মুহাম্মদ নুরুল আমিন।



তাওহীদ নিউজ২৪ ডেস্ক: করোনা ভাইরাস সৃষ্ট বিপর্যয়ে মানবিক বিবেচনায় অন্তত একমাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করার জন্য নগরকান্দা-সালথার মালিকদের প্রতি অনুরোধ করেছেন কওমী একাডেমীর পরিচালক ও ইসলামী ঐক্যজোট নগরকান্দা উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন।

মঙ্গলবার ৭ এপ্রিল সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে আলাপকালে মালিকদের প্রতি এ অনুরোধের কথা জানান।

মালিকদের উদ্দেশ্য করে নুরুল আমিন বলেন। চলমান করোনা মহামারীতে নগরকান্দা-সালথার মানুষের স্বাভাবিক জীবন আজ থমকে দাড়িয়েছে। খেটে খাওয়া মানুষের আর্থিক দৈন্যতা যে কোথায় গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বিশেষতঃ নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবস্থা খুবই নাজুক।
নিজেদের দৈনন্দিন আহার যোগাড় করাই অনেকের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
এমতাবস্থায় দোকান ও বাড়ীভাড়া প্রদান করা অসম্ভব। মানবিক বিবেচনায় অন্তত একমাসের ভাড়া মওকুফ করুন।

নুরুল আমিন বলেন। সারাদেশের মত নগরকান্দা -সালথায় ও বাড়িভাড়া নিয়ে মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন অনেকে।  এসব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষতঃ এসকল মাদরাসার কতৃপক্ষ শিক্ষার্থীদের থেকে যৎসামান্য সংগ্রহিত অর্থ ও নানাজনের অনুদান দিয়ে বাড়ীভাড়া গুলো পরিশোধ করে থাকেন।
বর্তমান পরিস্থিতিতে তাদের সকল আয়ের উৎসাহ বন্ধ হয়েগেছে। এসব বিষয় বিবেচনা করে মানবিক দৃষ্টিকোন থেকেই বাড়ী ওয়ালাদের উচিৎ অন্তত একমাসের ভাড়া মওকুফ করুন। আল্লাহ তা'য়ালা আপনাদের সম্পদ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"