ফরিদপুরে ১২তম করোনায় মৃত্যু লাশের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা
মোঃ গোলাম মোস্তফা ( ৬০ )
জ্বরে ভূগে আজ ইন্তেকাল করেছেন ।
মরহুমের গোসল কাফন ইত্যাদি খেদমতে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব কে ফরিদপুর পৌর সভার মাননীয় মেয়র জনাব শেখ মাহাতাব আলী মেথু অবগত করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের নিবেদিত স্বেচ্ছাসেবীদের নিয়ে শহরের পূর্ব খাবাসপুর( বরই তলা) মৃত্যু ব্যক্তির বাড়িতে উপস্থিত হন।
তাকওয়া ফাউন্ডেশন এর নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ রাত ১১ টা পর্যন্ত শ্রম দিয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন।
এ খেদমতে অংশগ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমের প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, হা: মাওঃ আবু নাসির , পৌর সভার জিম্মাদার হা: মাওঃ মুফতি শিহাব উদ্দিন, মাওঃ মিজানুর রহমান, হা: মনিরুল ইসলাম প্রমুখ ।
উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব ইদ্রিস আলী খান,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ রেজাউল হক আফতাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
সকলেই তাকওয়া ফাউন্ডেশন এর সেচ্ছাশ্রমের প্রশংসা করেন এবং এই টিমের আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান।
নিবেদিত এ আলেম স্বেচ্ছাসেবীরা সকল বিপদ ও দূর্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে তাকওয়া ফাউন্ডেশন এর জন্যে দোয়ার আবেদন জানিয়ে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মুফতি মুস্তাফিজুর রহমান বলেন
আমরা এ লাশ সহ এপর্যন্ত মোট ১২ টি মৃত লাশের দাফন কার্য সম্পাদন করেছি
মানবতার কল্যাণে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত এ সংকট থেকে মহান আল্লাহ আমার দেশবাসীকে মুক্তি না দেন ততদিন আমরা ইসলাম ,দেশ ও
মানবতার কল্যাণে নিবেদিত থাকবো ইনশাআল্লাহ।
আমাদের সেবা পেতে
যোগাযোগ করতে পারেন 01762829043
মন্তব্যসমূহ