দাফন সহ সেবা মূলক কাজে প্রশংসায় ভাসছে নগরকান্দার সন্তান মুফতি মুস্তাফিজের আলেম স্বেচ্ছাসেবীরা।


Hm,imran kazi:করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে।

ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান আমাদের নগরকান্দার কৃতি সন্তান মুফতি মুস্তাফিজুর রহমানের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে।

নগরকান্দা থানার মাঝিকান্দা গ্রামের মোঃ হোসেন সরদার (৪৮) আজ (৫ জুলাই ) রবিবার বিকাল ৩ টায় জ্বরে ভূগে ইন্তেকাল করেছেন। মরহুমের গোসল কাফন ইত্যাদি খেদমতে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে জনাব শওকত শরীফ আহবান জানালে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীদের নিয়ে  নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামে মৃত্যু বাড়িতে উপস্থিত হন।

তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন।

এ খেদমতে অংশগ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমের প্রধান নগরকান্দা উপজেলার গৌরব মুফতি মুস্তাফিজুর রহমান, পৌর সভার জিম্মাদার হযরত হা: মাওঃ মুফতি শিহাব উদ্দিন,
নিবেদিত স্বেচ্ছাসেবী কারী সাইফুল ইসলাম,
মাওঃ মীর শাওন আলী, মাওঃ আরিফ বিল্লাহ প্রমুখ।

সার্বিক তদারকি ও খোঁজ খবর নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ খোকন  ।
সকলেই তাকওয়া ফাউন্ডেশন এর সেচ্ছা শ্রমের প্রশংসা করে এ আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান। নিবেদিত এ আলেম স্বেচ্ছাসেবীরা সকল বিপদ ও দূর্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে তাকওয়া ফাউন্ডেশন এর জন্যে দোয়ার আবেদন জানিয়ে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত সর্বমোট ১৫ টি মৃত লাশের দাফন কার্য সম্পাদন করলাম৷
মানবতার কল্যাণে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত এ সংকট থেকে মহান আল্লাহ আমার দেশবাসীকে মুক্তি না দেন ততদিন আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত থাকবো ইনশাআল্লাহ।
ফরিদপুর জেলায় আমাদের সেবা পেতে যোগাযোগ করতে পারেন ০১৭৬২৮২৯০৪৩ নম্বরে৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"