পুলিশ লাইন্স মসজিদের ইমামের অসুস্থতায় ছুটে গেলেন মুফতি মুস্তাফিজুর রহমান


তাওহীদ নিউজ২৪:ফরিদপুরের সু-পরিচিত তরুণ আলেম , সৌদি প্রবাসী হাফেজ কারী মুহাম্মদুল্লাহ এর পিতা ফরিদপুর পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত সাবেক ইমাম আলহাজ্ব কারী আব্দুল হাই সাহেব কিছু দিন যাবত শারীরিকভাবে অসুস্থ। এ খবর শুনে তাকে দেখতে গতকাল  ৯ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরের একঝাঁক তরুণ আলেমেদ্বীনকে নিয়ে ছুটে যান তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা তাওহীদ মুর্শিদ, হাফেজ মাওলানা খবির হোসাইন, মির্জা মুহাম্মদ শাহীন, মাওঃ ইয়াকুব হোসাইন , মাওঃ মিজানুর রহমানপ্রমুখ।
এ সকল আলেমেদ্বীনদের দেখে  তিনি আবেগাপ্লুত হয়ে বিছানায় শুয়ে কাতর অবস্থায়ই নিজের সুস্হতা ও ঈমানী মৌতের দোয়ার আবেদন করেন।
তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান  হযরত আব্দুল হাই সাহেব হুজুরের আসু রোগ মুক্তি কামনা করে, দেশবাসীর নিকট হুজুরের শেফার জন্য দোয়ার আবেদন জানিয়েছেন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"