আল্লামা আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম
হাটহাজারী, চট্টগ্রাম
১১ জুলাই’২০
তাওহীদ নিউজ২৪:কওমী ফোরামের নেতৃবৃন্দ আজ উম্মুলমাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে । নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর শয্যা পাশে যান এবং তাঁর সান্যিধ্যে বেশ কিছু সময় কাটান । এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন । শায়খুল ইসলামও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন ।
এর আগে ফোরামনেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ।
কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন ।
সফরে অংশগ্রহন করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মুফতী এনায়েতুল্লা, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ ।
মন্তব্যসমূহ