ধর্ষণের বিচার দাবীতে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর মানববন্ধন অনুষ্ঠিত।

  



তাওহীদ নিউজ২৪ঃ সিলেট-নোয়াখালীসহ দেশব্যাপী বেপরোয়া গণধর্ষণ ও নৃসংস হত্যাকন্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনববন্ধন করেছে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর ।

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গতকাল বুধবার এ মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাওঃ শামচুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ কামাল উদ্দিন, মুফতী আবুনাছির মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী জাফর আহমদ,মাওঃ ইয়াকুব হোসাইন, হাফেজ মুহাম্মদ উল্লাহ, মাওঃ শিহাব উদ্দিন,মাওঃ খবির হোসাইন মাওলানা হেলাল উদ্দীন আবরার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদী এ মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন এধরনের পৈচাশিক ঘটনা বন্ধে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও শিক্ষার সর্বস্তরে ধর্মীয়-নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা । অন্যান্য নেতৃবৃন্দ বলেন টিভি-সিনেমা, পত্র- পত্রিকা, পোষাক পরিচ্ছেদ ও ফেসবুকসহ সবধরণের সামাজিক মাধ্যমে অশ্লিলতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান। দলের মুখপাত্র মুফতী মুস্তাফিজুর রহমান বলেন ধর্ষণের বিচারে সর্ববোচ্চ আইন মৃত্যুদন্ড/ ফাসির আইন পাশ করতে হবে ও তা প্রকাশ্যে বাস্তবায়নের উদ্যোগ সহ শরীয়াহ বোর্ড গঠনের মাধ্যমে সরকারের প্রতি জিনার দৃষ্টান্তমূলক বিচারের আহ্বানান ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"