হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল। এইচ,এম ইমরান কাজী মানবতার ফেরিওয়ালা নগরকান্দা ও সালথার গণমানুষের নেতা গরিবের বন্ধু জনাব শহিদুল ইসলাম বাবুল ভাই আজ(17/09/2019) তারিখ হাফেজ মাহমুদকে দেখকে মহাখালী ক্যান্সার হাসপাতালে জান এবং কিছু নগত অর্থ হেল্প করেন সাথে ছিলেন নগরকান্দার সাবেক কমিশনার বিল্লাল সাহেব। বিকেলবেলা এবিষয় একটা পোষ্ট দেন বাবুল ভাই হুবাহু তুলে ধরা হল আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ মাহমুদুল হাসানের চিকিৎসা সহযোগিতার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এর আগে তার চিকিৎসার জন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম।সেই মোতাবেক কেউ কেউ সরাসরি যোগাযোগ করে কিছু কিছু সহযোগিতা করেছেন। আমরা নিজেরাও যা পেরেছি- সাধ্য মত করেছি। আরও কিছু অর্থ সহযোগিতা আমার কাছে জমা জমা হয়েছিলো- এর মধ্যে ফরিদপুর থেকে আমার এক আত্মীয় পাঠিয়েছেন- ৪৩ হাজার। আমেরিকা থেকে আমার স্বজনেরা পাঠিয়েছেন- ২৫ হাজার টাকা। সুইজারল্যান্ড থেকে আমার এক ভাই পাঠিয়েছেন - ৫ হাজার টাকা। সব মিলিয়ে আজকে ৭৫ হাজার টাকা তার হাতে দিতে পারলাম। শুকরিয়া। আ...
চিকিৎসাধীন হাফেজ মাহমুদ বাড়িতে কেন? কেমন আছে হাফেজ মাহমুদ এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪ ফরিদপুর জেলার স্বনামধন্য হাফেজ নগরকান্দা থানার কৃতি সন্তান হাফেজ মাহমুদুল হাসান ক্যানসার রোগে আক্রান্ত দির্ঘদিন মহাখালী ক্যানসার হসপিটালে চিকিৎসাধীন থেকে ৬ টি কেমো এবং ২৫ টি রেডিওথেরাপি গ্রহণ করে কেমো চলাকালীন সময় সাময়িক সময়ের জন্য আজ ফিরেছেন তার নিজ গ্রামের বাড়ি বড় পাইককান্দিতে যারা হাফেজ সাহেব কে দেখার অধির আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু ঢাকায় থাকার কারনে দেখতে পারেন নাই তারা এখন এই কোরআনের পাখি কে বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন। এম্বুলেন্স বাড়িতে পৌছেছে নগরকান্দা ফরিদপুর সহ দেশ বিদেশের যারা তার জন্য সাহায্য সহযোগীতা ও দোয়া করেছেন তার পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এবং হাফেজ মাহমুদের জন্য দোআর আহবান জানিয়েছেন অসুস্থতার পূর্বের ছবি
এইচ,এম ইমরান কাজী: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই টাকায যেন কাল হলো মসজিদের ইমাম সাহেবের। হতে হলো চালকরিচুত্য। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন সিংহ ডাঙ্গা গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মৌলভী মোহাম্মদ আবু সাঈদ মোল্লার ক্ষেত্রে, ৩০শে মে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনার টাকার চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। টাকাটি উক্ত মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেবকে না জানিয়ে উক্ত মসজিদের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ একরাম হোসেনকে দিয়ে তুলে নেন।আর এই টাকা চাইতে গিয়ে চাকরীচুত্য হন ইমাম সাহেব। ঘটনাটি ঘটিয়েছেন শত্রুজিৎপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উক্ত মসজিদ কমিটির সভাপতি মীর খোরশেদ আলম। উক্ত মসজিদের ইমাম মৌলভী মোহাম্মদ আবু সাঈদ মোল্লা জানান, তিনি দীর্ঘ ১৫ মাস ওই মসজিদে ইমামতি করছেন। ২০১৯ সালের মার্চ মাসের ১ তারিখে তিনি ওই মজজিদের ইমামতির চাকুরি পান।তিনি বলেন আমাকে না জানিয়ে...
এইচ,এম ইমরান কাজী: ফরিদপুরের নগরকান্দার গোয়ালদি গ্রামে ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে।সংর্ঘষে নারী পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মাওলানা মুরাদ সাহেবের পরিচালিত একটি মাহিলা মাদ্রাসায় সিহাব মাওলানা ও নয়ন মোল্যার নেতৃত্বে হামলা করা হয়। এতে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুতর আহতদের নগরকান্দা ও ফরিদপুর স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালিন শতাধিক ঘরবাড়ি , দোকান পাট, গরুর ফার্ম ভাংচুর করা হয় এবং ব্যাপক লুটপাট করা হয়।সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ঠুকে কলা খায়, এ নিয়ে দুজনের মাঝে শুরু হয় বাক বিতন্ডা। বেলা ৪ টার দিকে উভয়ে তাদের সমর্থিত লোক জন ডেকে এনে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষটি রুপ নেয় সৈয়াদ আলী মোল্য বনাম জলিল তালুকদার গ্রুপে। কলার মালিক আছাদ মোল্যা আবার সৈয়াদ আলী মোল্যার ভাতিজা। গোয়ালদী গ্রামের বিবদামান দু’গ্রুপের একটির নেতৃত্ব দেন পুরাপাড়া ইউপি চেয়ারম্যান সোবহান মাষ্টার আর অপরটির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান মরহুম মান্নান ফকিরের ছেলে কামাল ফকির।
মন্তব্যসমূহ