দেশ প্রেম
সমসাময়িক বাংলাদেশ । জালাল উদ্দিন চৌধুরী । ব্যাক্তিগত ভাবে কাউকে উদ্দ্যেশ করে কিছু বলছি না । এভাবে না নেয়ার জন্য ও অনুরুধ করছি । সমাজের একটি অবস্তাকে প্রকাশ করছি । "কে হইত চেয়ারম্যান কে হইত মেম্বার আমরা কি তাঁর খবর নিতাম" শাহ্ আব্দুল করিমের সেই উক্তি এখন সমাজে অচল । এখন সবাই সবার খবর নেয় । মুজিব নীতি বা জিয়া নীতি বর্তমানে কারো কারো কাছে নীজের আঁখের গোছানোর পন্থা । প্রকৃত মুজিব বাধি বা জিয়ার সৈনিক খুব কম ই সমাজে অবস্তান করছে । "ভোগ নয় ত্যাগে কর বিচরণ " তাঁদের জীবন দান এ নীতি গুলোর প্রধান শক্তি এবং প্রকৃতি । কিন্তু বাংলাদেশে চলছে তাঁর উল্টো । বাংলাদেশের প্রতিটি পারা মহল্লায় বর্তমানে এ উল্টো নীতির দৌড়াদৌড়ি । এ নীতির সুত্রে সাধারণ মানুষকে গেঁথে সমাজের সুবিধা বিদরা একটি অবস্থানে পৌঁছে । এ অবস্থান থাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে নিজের পকেট ভারী করতে সাহাজ্য করে । অর্থাৎ একটি দলকে ব্যাবহার করে ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান হওয়া । মেম্বার হলে থানা এবং জেলা শহরে বাড়ি গাড়ী করা । চেয়ারম্যান হলে ঢাকা শহর পর্যন্ত তাঁর সীমানা বর্ধিত করা । একটি রাষ্ট্রের সমস্ত কর্মকান্ডের মূল ...