হাজার মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হল আঃরাজ্জাক চেয়ারম্যানের জানাজা
![]() |
জানাজার খন্ড চিত্র |
এইচ,এম ইমরান কাজী
জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪চরভদ্রাসন উপজেলার ৩নং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আঃ রাজ্জাক এর নামাজে জানাজায় প্রায় পাচহাজর লোকের উপস্থিথিতিতে মুফতি আঃসবুর সাহেবের ইমামতিতে সম্পূর্ণ হল।
এসময় উপস্তিত ছিলেন
বর্তমান চেয়ারম্যান আজাদ খান
মাওঃআঃ সত্তার সাহেব
হাঃ আঃ মান্নান,গাজিরটেক ইউঃ চেয়ারম্যান ইয়াকুব
বাদল আমিন,মুতা মোল্যা,আনোয়ার মোল্যা,বি এন পির বিভাগিয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ হাজার হাজার মুসলিম জনতা
প্রসঙ্গত:গত তিনদিন আগে হঠাৎ অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে নেওয়া পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি গতকাল ২৫/১১/২০১৯ তারিখ রবিবার সন্ধায় ইন্তিকাল করেন।
তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অগনিত ভক্তও গুনগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য ছিল তার রাজনৈতিক জীবন
তার দাফন তার নিজ বাড়ী এম পি ডাঙ্গী দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ