করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের দাফন কার্যে মুফতি মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন টিম।



  তাওহীদ নিউজ : ফরিদপুর জেলা সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামনিবাসী পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেন  (৫৬) এর দাফন কাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের সালথা উপজেলার নিবেদিত  স্বেচ্ছাসেবকগণ ৷

জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেনের শরিরে  করোনা উপসর্গ দেখা দিলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে  ইন্তেকাল করেন ৷
 মরহুমের লাশ আজ সোমবার ঢাকা থেকে তার নিজ গ্রাম মাঝারদিয়া পৌঁছালে তার পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করে দাফন কার্য সম্পাদনে অনুরোধ জানালে তিনি আশ্বস্ত করেন ।

তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব এর পরিচালনায় তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম এর ইমামতিতে এ দাফন কার্যে অংশ গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন এর নিবেদিত সেচ্ছাসেবী  মাওঃকারী শহিদুল ইসলাম হারুন, হাঃ আবুল খায়ের,
মাওঃ আরিফ বিল্লাহ, মুফতি আবু তাহের প্রমুখ জানাযায় মেঘের মধ্যে  বৃষ্টি ভিজে দাফন কার্য সম্পাদন করেন নিবেদিত এ আলেম সেচ্ছাসেবীগণ ।

এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআলী জিন্নাহ, সার্কেল মোঃ মহিউদ্দিন সহ একদল পুলিশ সদস্য।

টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান তাওহীদ নিউজ কে জানান  এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৮ টি লাশের দাফন কাজ সম্পূর্ণ করেছেন ৷

তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান তাওহীদ নিউজ এর প্রতিদিনকে বলেন, আমরা সারাদেশে অবিরাম সেবা দিয়ে যাচ্ছি৷
আমাদের এ খেদমত পেতে অনলাইন বা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন৷ এছাড়া ফরিদপুর জেলায় আমাদের সেবা পেতে সরাসরি আমার ০১৭৬২৮২৯০৪৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন৷

এ সময় তিনি আরো বলেন, আমরা জেলা ও উপজেলাভিত্তিক টিম গঠন করে নিরলসভাবে সেবা দিচ্ছি৷ করোনা মহামারী থাকা পর্যন্ত এবং যেকোন দুর্যোগে আমরা দেশ ও জাতির সেবায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"