পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

ছবি
হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল। এইচ,এম ইমরান কাজী মানবতার ফেরিওয়ালা নগরকান্দা ও সালথার  গণমানুষের নেতা গরিবের বন্ধু জনাব শহিদুল ইসলাম বাবুল ভাই  আজ(17/09/2019) তারিখ  হাফেজ মাহমুদকে দেখকে মহাখালী ক্যান্সার হাসপাতালে জান এবং কিছু নগত অর্থ হেল্প করেন সাথে ছিলেন নগরকান্দার সাবেক কমিশনার বিল্লাল সাহেব।  বিকেলবেলা এবিষয় একটা পোষ্ট দেন বাবুল ভাই হুবাহু তুলে ধরা হল আলহামদুলিল্লাহ  আমাদের হাফেজ মাহমুদুল হাসানের চিকিৎসা সহযোগিতার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এর আগে তার চিকিৎসার জন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম।সেই মোতাবেক কেউ কেউ সরাসরি যোগাযোগ করে কিছু কিছু সহযোগিতা করেছেন। আমরা নিজেরাও যা পেরেছি- সাধ্য মত করেছি। আরও কিছু অর্থ সহযোগিতা আমার কাছে জমা জমা হয়েছিলো- এর মধ্যে ফরিদপুর থেকে আমার এক আত্মীয় পাঠিয়েছেন- ৪৩ হাজার। আমেরিকা থেকে আমার স্বজনেরা পাঠিয়েছেন- ২৫ হাজার টাকা। সুইজারল্যান্ড থেকে আমার এক ভাই পাঠিয়েছেন - ৫ হাজার টাকা। সব মিলিয়ে আজকে ৭৫ হাজার টাকা তার হাতে দিতে পারলাম। শুকরিয়া। আ...

নগরকান্দা এম এন একাডেমির আহত ছাত্রদের দেখতে হাসপাতালে মুফতি মুস্তাফিজ।

ছবি
নগরকান্দা  এম  এন একাডেমির আহত ছাত্রদের দেখতে হাসপাতালে মুফাতি মুস্তাফিজ। নগরকান্দা এম এন "একাডেমির আহত ছাত্রদের হাসপাতালে মুফতি মুস্তাফিজ দেখতে হাসপাতালে ছুটে জান নগরকান্দার তরুণ আলেমেদ্বীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জ ফেরিওয়ালা মুফতি মুস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন নিজেদের মাঠে খেলায় হেরে নগ্ন হামলা কাপুরুষোচিত কাজ। তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রশাসনের উদ্যেশ্যে বলবো- অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে,নতুবা পক্ষপাতের অভিযোগে ভবিষ্যতে তাদেরকেও জবাবদিহি করতে হবে এবং এর দায় দায়িত্ব নিতে হবে। প্রসঙ্গ : গতকাল (15/9/2019) তারিখ ফরিদপুর জেলা স্কুল মাঠে আন্ত: স্কুল ফুটবল খেলায় নগরকান্দা এম এন একাডেমির কাছে পরাজিত হয়ে প্রতিশোধ হিসেবে খেলোয়াড় ও শিক্ষার্থীদের উপর এই বর্বরোচিত হামলা করে পরাজিতরা। আহতদের ফল ফ্রুট ঈত্যাদি দেন এবং দোআ করেন উপস্থিত ছিলেন মাওলানা সিহাবুদ্দিন সহ  ফরিদপুরের তরুণ আলেমসমাজ চ

আর কত নিপীড়ণ সইবে কাশ্মীর ? কাঙ্খিত আজাদী কতদূর ?

ছবি
আর কত নিপীড়ন সইবে কাশ্মীর? কাঙ্ক্ষিত আজাদী কতদিন? আল্লামা মামুনুল হক সাহেবের টাইম লাইন থেকে সংগ্রহীত । আফগান ও মুঘল আমলে কাশ্মীর ছিল মুসলিম শাসনাধীন এলাকা ৷ ১৮১৯ সালে পাঞ্জাবের শিখ রাজা রণজিৎ সিং কাশ্মীর কে করায়ত্ত করে ৷ ১৮৪৬ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানীর কাছে শিখ রাজা দুলিপ সিং পরাস্ত হলে কাশ্মীর ও জম্মু বৃটিশ শাসনাধীন হয় ৷ পরে যুদ্ধে সহযোগিতার পুরস্কারস্বরূপ গুলাব সিংয়ের কাছে - যিনি কার্যত ছিলেন শিখ রাজ্যের অধিনস্ত জম্মুর শাসক, ৭৫ লাখ নানকারশাহী (শিখ সাম্রাজ্যের মুদ্রা) নগদ অর্থের বিনিময়ে কাশ্মীরকে বিক্রি করে দেয় বৃটিশ কোম্পানী ৷ হিন্দু-রাজপূত ডোগরা বংশের শাসক  গুলাব সিংয়ের রাজত্বের মধ্য দিয়ে জম্মু কাশ্মীর লাদাখ নিয়ে একটি অভিন্ন রাজনৈতিক ভূখণ্ডের যাত্রা শুরু হয় ৷ তিনটি অঞ্চল নিয়ে গঠিত হলেও অঞ্চলটি বর্তমানে জম্মু-কাশ্মীর নামে ভারতের অন্তর্গত একটি প্রদেশের মর্যাদাপায় ৷ এই তিন অঞ্চলের জনসংখ্যার অনুপাতও ভিন্ন ভিন্ন ৷ কাশ্মীরের বর্তমান জনসংখ্যা ৭০ লাখের প্রায় ৯৫ ভাগ মুসলমান ৷ অপরদিকে জম্মুর জনসংখ্যা ৫৪ লাখ, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ হিন্দু ৷ আর লাদাখের জনসংখ্যা তিন...

তালিবান সন্ত্রাসী গোষ্ঠী নয়"- হোয়াইট হাউস

ছবি
"তালিবান সন্ত্রাসী গোষ্ঠী নয়"- হোয়াইট হাউস।  এইচ,এম ইমরান কাজী অবশেষে আমেরিকা বাধ্য হয়ে নতি স্বীকার করে নিল। তারা তাদের সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিচ্ছে। ১৯ বছর ধরে চলমান যুদ্ধে তারা তালেবানের কাছে হেরে গেল! এই সেই তালেবান যারা কেবল একজন মানুষকে আমেরিকার কাছে ফেরত না দেয়ার কারণে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে। তারা বলেছিলো উনাকে ফিরিয়ে দিতে। তখন আমিরুল মুমিনিন মোল্লা ওমর রহঃ হুংকার দিয়ে বলেছিলেন, "একজন মুসলিম হিসেবে আমি আমার মুসলিম ভাইকে কোনো কাফেরের হাতে তুলে দিতে পারিনা। এটা আফগানিস্তানের সংস্কৃতিও না যে একজন অতিথিকে শত্রুর হাতে তুলে দেয়া। তোমরা আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিলেও আমরা এটা করবো না!" আমেরিকা চেষ্টা করেছিলো। তারা অনেক মেহনত করেছে আফগানিস্তানকে মাটিতে মিশিয়ে দেয়ার জন্য। হেন অস্ত্র নেই যা তারা ব্যবহার করেনি। কিন্তু দিনশেষে তারা আজ পরাজিত। ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছে, "আফগানিস্তানে যুদ্ধ আমাদের হাস্যকর বানিয়ে ছেড়েছে!" আমেরিকা এখন অর্থনৈতিক, সামরিক সবদিকেই বিপর্যস্ত। কেবল পেট্রোডলারের উপর নির্ভর করে তারা ধুঁকে ...

গাজওয়াতুল হিন্দ এখন আরও স্পষ্ট হয়ে গেছে

ছবি
গাজওয়াতুল হিন্দ এখন আরও স্পষ্ট হয়ে গেছে 📚একটা বিষয় সতত স্বচ্ছ হয়ে গেছে যে উপমহাদেশের হিন্দুরা একটি অখন্ড হিন্দু রাজ্য গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ অখন্ড হিন্দুরাজ্যের অন্তর্ভুক্ত হবে বাংলাদেশও। এর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতিও গ্রহণ করছে। এবং এ প্রস্তুতি  যে একটি যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে মুসলিমদের বিলুপ্তি ও হিন্দুত্ববাদের রাম রাজ্য গঠনের জন্য তাও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। উপমহাদেশের সকল সচেতন হিন্দুরা ভারত রাষ্ট্রের সরকারি তত্ত্বাবধানে সার্বিকভাবে যুদ্ধের প্রস্তুতি, প্রচারণায় অংশগ্রহণ করছে। আজ থেকে প্রায় দেড় সহস্র বছর আগে আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার উম্মতের শেষদিকে হিন্দুস্থানে সনাতনি হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ "গাজওয়াতুল হিন্দ" এর কথা বলে গিয়েছেন। সুসংবাদ দিয়েছেন সামগ্রিক বিজয়ের। হিন্দুত্ববাদের বিনাশের। ইসলামের প্রতিষ্ঠার। পুরো ভারতীয় উপমহাদেশে শিরকের আঁধার ঘুছে তাওহীদের আলোকোজ্জ্বল এক অধ্যায়ের। মূর্তি ও প্রতিমার বদৌলতে এক আল্লাহর ইবাদাতের। কাশি ও বৃন্দাবনের নাম নিশানা মুছে আল্লাহর ঘর কা'বামুখ...

জৈন্তাপুরের মিনি পতিতালয় থেকে আটক হওয়া সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মীনারা বেগম চৌধুরীসহ ১৯

ছবি
 জৈন্তাপুরের মিনি পতিতালয় থেকে আটক হওয়া সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মীনারা বেগম চৌধুরীসহ ১৯ অবাঞ্ছিত নারী ও পুরুষকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (২৬আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক। তিনি জানান, রোববার (২৫আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিকনাগুল উপহার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, যুব মহিলা লীগ নেত্রী মীনারা চৌধুরীর তত্ত্বাবধানে ওই বাড়িটি মিনি পতিতালয় হিসেবে গড়ে উঠেছিল।প্রভাবশালীদের মদদে অসামাজিক কাজ, মাদক ব্যবসা নির্বিঘ্নে চলছিলো। এতে স্থানীয় তরুণ, যুবকরা বিপদগামী হচ্ছিল। এমতাবস্থায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। রোববার রাতে তারা সংগঠিত হয়ে ওই অপরাধের আস্তানা খ্যাত ওই বাড়িটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আস্তানা থেকে যুব মহিলা লীগ নেত্রী মীনারা চৌধুরীসহ তিন নারী ও ১৬ জন পুরুষকে ধরে নিয়ে আসে। আটককৃকদের সবাই অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল।...

মোহাম্মদপুরের মিনার মসজিদ মাদরাসার বোর্ডিং উচ্ছেদ করল ঢাকা সিটি কর্পোরেশন

ছবি
মোহাম্মাপুরের মিনার মাদ্রাসার বোডিং ঘড় ভেঙে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন।    প্রতিবেদক: এইচ,এম,ইমরান কাজী ঢাকা মোহাম্মাদপুর তাজ মহল রোডে অবস্থিত জামিয়া বায়তুৃল আমান মিনার মসজিদ মাদ্রাসার বোডিং ঘড় উচ্ছেদ করেছে ডিএনসিস রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দুইজন ম্যাজিস্ট্রিটের তথ্যাবদায়নে পুলিশের মাধ্যমে একটি টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মাদ্রাসার ছাত্ররা অভিযানে বাধা দিতেগেল স্হানীয় আওমীলিগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা বলছে উচ্ছেদের সময় বোডিং ঘড়ে দুপুরের রান্না চলছিল বিনা নোটিশে এভাবে রান্নাঘর ভেঙে ফেলায় আমারা চারশতাধিক ছাত্র -শিক্ষক দুপুরে না খেয়ে থাকতে হয়েছে। মাদ্রাসার সভাপতি বলছে জায়গাটা সিটি কর্পোরেশনের না এটা গণপূর্ত বিভাগের আমরা এটা ১৯৭২থেকে ব্যবহার করে আছি, একটি দ্বিণি প্রতিষ্ঠান ধংশ করে একটা সমাজ বিধ্বংসী পার্ক তৈরি করবেন।