পোস্টগুলি

১৮ তম লাশ দাফনে ফরিদপুর তাকওয়ার স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm imran kazi. করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিমের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে।  হাফেজ হাবিবুর রহমান এর সংবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিটি কলেজের প্রভাষক ফরিদপুর পূর্ব আলীপুর নিবাসী জনাব মোঃ ওমর ফারুক মোল্লা (৪৬) ইন্তেকাল করায় মরহুমের গোসল, কাফন, জানাজা ও দাফনের খেদমতে ছুটে যান ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের পৌর জিম্মাদার হাঃমাওঃ মুফতি শিহাব উদ্দিন, নিবেদিত স্বেচ্ছাসেবী হাঃমাওঃমুফতি আবু নাসির, মুফতি আবু সালেম প্রমূখ। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে আলীপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন। সকলেই তাকওয়া ফাউন্ডেশনের এ সেচ্ছা শ্রমের প্রশংসা করে এই আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান।  নিবেদিত...

আল্লামা আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

ছবি
হাটহাজারী, চট্টগ্রাম ১১ জুলাই’২০ তাওহীদ নিউজ২৪: কওমী ফোরামের নেতৃবৃন্দ আজ উম্মুলমাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে । নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর শয্যা পাশে যান এবং তাঁর সান্যিধ্যে বেশ কিছু সময় কাটান । এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন । শায়খুল ইসলামও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন । এর আগে ফোরামনেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন । কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন । সফরে অংশগ্রহন করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মুফতী এনায়েতুল্লা, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ ।

পুলিশ লাইন্স মসজিদের ইমামের অসুস্থতায় ছুটে গেলেন মুফতি মুস্তাফিজুর রহমান

ছবি
তাওহীদ নিউজ২৪: ফরিদপুরের সু-পরিচিত তরুণ আলেম , সৌদি প্রবাসী হাফেজ কারী মুহাম্মদুল্লাহ এর পিতা ফরিদপুর পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত সাবেক ইমাম আলহাজ্ব কারী আব্দুল হাই সাহেব কিছু দিন যাবত শারীরিকভাবে অসুস্থ। এ খবর শুনে তাকে দেখতে গতকাল  ৯ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরের একঝাঁক তরুণ আলেমেদ্বীনকে নিয়ে ছুটে যান তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা তাওহীদ মুর্শিদ, হাফেজ মাওলানা খবির হোসাইন, মির্জা মুহাম্মদ শাহীন, মাওঃ ইয়াকুব হোসাইন , মাওঃ মিজানুর রহমানপ্রমুখ। এ সকল আলেমেদ্বীনদের দেখে  তিনি আবেগাপ্লুত হয়ে বিছানায় শুয়ে কাতর অবস্থায়ই নিজের সুস্হতা ও ঈমানী মৌতের দোয়ার আবেদন করেন। তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান  হযরত আব্দুল হাই সাহেব হুজুরের আসু রোগ মুক্তি কামনা করে, দেশবাসীর নিকট হুজুরের শেফার জন্য দোয়ার আবেদন জানিয়েছেন 

শাইখুল ইসলাম জুনাইদ বাবুনগরী হাফি: কে নিয়ে মিথ্যাচার, ৬৬ আলেমের বিবৃতি

ছবি
তাওহীদ_নিউজ২৪ :হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে জামায়াত সংশ্লিষ্টতার উক্তিকে জঘন্য অপবাদমূলক মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের ৬৬ জন শীর্ষ উলামা মাশায়েখ। রোববার এক যৌথ বিবৃতিতে আলেমগণ বলেন, ২০১৩ সালের ৫ ও ৬ মে, ইসলাম ও মুসলমানদের জন্য দ্বিতীয় কারবালার একটি নির্মম, কালো ও রক্তাক্ত ইতিহাস। শুকরিয়া মাহফিল নয়, এর চাইতে বড় কিছু করেও তা ভুলানো যাবে না। হাজার বছর অতিবাহিত হলেও শাপলা চত্বরের শহীদদের বুকের তাজা রক্ত কথা বলবে। তারা বলেন, যারা এই হত্যা অস্বীকার করবে তারা স্বার্থপর সুবিধাবাদী ও জাতীয় গাদ্দার। ৫মে’র ভয়ংকর কালো রাত্রির শেষ প্রহর পর্যন্ত যে সকল মর্দে মুজাহিদ গুলি ও বুলেটের মুখে জীবনবাজি রেখে শাপলা চত্বরে মৃত্যুর মুখোমুখী হয়েও ষ্টেজে বসে লাখ লাখ নেতা-কর্মীদেরকে হিম্মত ও সাহসিকতার সাথে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে যেতে উৎসাহিত করেছেন, তিনি আপোসহীন জননেতা দেশ ও জাতির কান্ডারী আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। তিনি জেল জুলুম নির্যাতন নিপীড়নের দরাজ ফিরিস্তির বাস্তব প্রাণপুরুষ। আলেমগণ আরো বলেন, ঈমান-আক্বিদার পতাকা সমুন্নত রাখা ও বাত...

দাফন সহ সেবা মূলক কাজে প্রশংসায় ভাসছে নগরকান্দার সন্তান মুফতি মুস্তাফিজের আলেম স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm,imran kazi: করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান আমাদের নগরকান্দার কৃতি সন্তান মুফতি মুস্তাফিজুর রহমানের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে। নগরকান্দা থানার মাঝিকান্দা গ্রামের মোঃ হোসেন সরদার (৪৮) আজ (৫ জুলাই ) রবিবার বিকাল ৩ টায় জ্বরে ভূগে ইন্তেকাল করেছেন। মরহুমের গোসল কাফন ইত্যাদি খেদমতে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে জনাব শওকত শরীফ আহবান জানালে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীদের নিয়ে  নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামে মৃত্যু বাড়িতে উপস্থিত হন। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। এ খেদমতে অংশগ্রহণ...

মাওঃ গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ছবি
TAWHID NEWS24:  তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব যিনি ইতিমধ্যে নিপীড়িত , সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসাবে সু-পরিচিতি লাভ করেছেন । মানবদরদী এ মানুষটি গত তিন চার দিন যাবত শারীরিকভাবে অসুস্থ । এক পর্যায়ে গতকাল একটি প্রাইভেট হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন । তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় সর্বমহলে দোয়ার আমল চলছে তারই ধারাবাহিকতায় মানবতার পরম বন্ধু তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ  এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর এর উদ্যোগে আজ ফরিদপুর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত স্বেচ্ছাসেবী  হাফেজ মাওলানা আবু নাসির, পৌর জিম্মাদার হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন, এইচ এম ইমরান কাজী, হাফেজ মাওলানা খোবির হোসাইন প্রমুখ। সভাপতির বক্তৃতা...

ফরিদপুরের নগরকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে এবং অন্তত আহত হয়েছে ১৫ জন।

ছবি
  এইচ,এম ইমরান কাজী: রোববার(20-06-2020) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামে অধিপত্য বিস্তার  কেন্দ্র করে সংঘর্ষে কাইজা হয়েছে।কাইজায় একজন নিহত হয়েছে এবং  ১৫ জন আহত হয়েছে, নিহতের নামজাফর মোল্লা (৫২) বড়পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। জাফর মোল্লার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা। এ সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুুর রহমান ও স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামের আক্তার মাতুব্বরের সঙ্গে কালু মাতুব্বরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় কাইজার সূত্রপাত হয়। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আক্তার মাতুব্বরের সমর্থক জাফর মোল্লা নিহত হয়। এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রান...