পবিত্র যিলহজ্বের তাৎপর্য ও কুরবানীর গুরুত্বপূর্ন আমল

মুফতি মুস্তাফিজুর রহমান: আসমান-যমীনের সৃষ্টি অবধি মহান আল্লাহ বছরকে ১২ মাসে বিভক্ত করেছেন। এটি মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত।এর মধ্য থেকে মহান আল্লাহ চারটি মাসকে করেছেন সম্মানিত ও মহিমান্বিত। মহান আল্লাহ ইরশাদ করেন- অর্থঃ আল্লাহ যেদিন আসমান যমীন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তাঁর বিধান মতে ১২ টি। তন্মধ্যে চারটি মাস সম্মানিত। -সূরা তাওবা (৯) : ৩৬ হাদীস শরীফে এসেছে- নিশ্চয় সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে, আসমান-যমীনের সৃষ্টির সময় যেমন ছিল (কারণ, আরবরা মাস-বছরের হিসাব কম-বেশি ও আগপিছ করে ফেলেছিল)। বার মাসে এক বছর । এর মধ্য থেকে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক- যিলকদ, যিলহজ্ব, মুহাররম। আরেকটি হল রজব, যা জুমাদাল আখিরাহ ও শাবানের মাঝের মাস। -সহীহ বুখারী, হাদীস নং৪৬৬২ যিলহজ্ব : সম্মানিত চার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ চার মাসের মধ্যে যিলহজ্ব মাসের ফযীলত সবচেয়ে বেশি। কারণ, এ মাসেই আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রোকন ও নিদর্শন হজ্ব এবং অপর নিদর্শন কুরবানীর মহান আমল । এ মাস আল্লাহর কাছে সম্মানিত। এতে রয়েছে এমন দশক, আল্লাহ তাআলা যার কসম কর...