পোস্টগুলি

এই সময় আদা চা কত উপকারী জানেন

ছবি
  মানহা ফুডস লিমিটেড  নিবেদিত আজকের প্রতিবেদন     Manha foods Ltd    সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আদা চা সমাচার * কফ বা খুসখুসে কাশি উপশমে আদা-চায়ে আছে প্রাকৃতিক নিরাময় উপাদান। * এক কাপ আদা-চা মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার জন্য উপকারী হতে পারে। ভ্রমণের আগে এক কাপ আদা-চা খেলে, মোশন সিকনেসের কারণে বমি বমি ভাব কমে যাবে। এ ছাড়া মাথাব্যথা কমাতে দারুণ কার্যকর এই চা। * হজম প্রক্রিয়া উন্নত করে আদা, তাই আদা-চা খেলে হজমের সমস্যা দূর হবে। * আদা-চা অবসাদ দূর করে শরীর ও মনে চাঙা ভাব আনে। * আদায় উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেটা এই সময়ে খুবই দরকার। * এক কাপ আদা-চা মানসিক চাপ ও অস্থিরতা কমিয়ে দিতে পারে। তাই যে কোন অস্থিরতায় নিশ্চিতে খেতে পারেন এক কাপ আদা-চা। * খাবারে অরুচি দূর করতে সাহায্য করে আদা-চা। এ ছাড়া হজমে সহায়ক এনজাইমগুলো নিঃসরণ ঘটিয়ে খাদ্য পরিপাকেও সহায়তা করে আদা। * অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে। এমন পরিস্থিতিতে এক কাপ গরম আদা-চা

মুসলিম দখলে বিশ্ব হবে।

 নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয় নিশ্চিতকারী শান্তি চুক্তি হবার পর শত শত আজারবাইজানি পতাকাহাতে রাজপথে নেমে আনন্দ প্রকাশ করছেন।

ধর্ষণের বিচার দাবীতে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর মানববন্ধন অনুষ্ঠিত।

ছবি
   তাওহীদ নিউজ২৪ঃ  সিলেট-নোয়াখালীসহ দেশব্যাপী বেপরোয়া গণধর্ষণ ও নৃসংস হত্যাকন্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনববন্ধন করেছে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর । ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গতকাল বুধবার এ মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাওঃ শামচুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ কামাল উদ্দিন, মুফতী আবুনাছির মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী জাফর আহমদ,মাওঃ ইয়াকুব হোসাইন, হাফেজ মুহাম্মদ উল্লাহ, মাওঃ শিহাব উদ্দিন,মাওঃ খবির হোসাইন মাওলানা হেলাল উদ্দীন আবরার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদী এ মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন এধরনের পৈচাশিক ঘটনা বন্ধে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও শিক্ষার সর্বস্তরে ধর্মীয়-নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা । অন্যান্য নেতৃবৃন্দ বলেন টিভি-সিনেমা, পত্র- পত্রিকা, পোষাক পরিচ্ছেদ ও ফেসবুকসহ সবধরণের সামাজিক মাধ্যমে অশ্লিলতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান। দলের মুখপাত্র মুফতী মুস্তাফিজুর রহমান বলেন ধর্ষণের বিচারে সর্ববোচ্চ আইন মৃত্যুদন্ড/ ফাসির আইন পাশ করতে হবে ও তা প্রকাশ্যে বাস্তব

পবিত্র যিলহজ্বের তাৎপর্য ও কুরবানীর গুরুত্বপূর্ন আমল

ছবি
মুফতি মুস্তাফিজুর রহমান: আসমান-যমীনের সৃষ্টি অবধি মহান আল্লাহ বছরকে ১২ মাসে বিভক্ত করেছেন। এটি মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত।এর মধ্য থেকে মহান আল্লাহ চারটি মাসকে করেছেন সম্মানিত ও মহিমান্বিত।  মহান আল্লাহ ইরশাদ করেন- অর্থঃ আল্লাহ যেদিন আসমান যমীন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তাঁর বিধান মতে ১২ টি। তন্মধ্যে চারটি মাস সম্মানিত। -সূরা তাওবা (৯) : ৩৬ হাদীস শরীফে এসেছে- নিশ্চয় সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে, আসমান-যমীনের সৃষ্টির সময় যেমন ছিল (কারণ, আরবরা মাস-বছরের হিসাব কম-বেশি ও আগপিছ করে ফেলেছিল)। বার মাসে এক বছর । এর মধ্য থেকে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক- যিলকদ, যিলহজ্ব, মুহাররম। আরেকটি হল রজব, যা জুমাদাল আখিরাহ ও শাবানের মাঝের মাস। -সহীহ বুখারী, হাদীস নং৪৬৬২ যিলহজ্ব : সম্মানিত চার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ চার মাসের মধ্যে যিলহজ্ব মাসের ফযীলত সবচেয়ে বেশি। কারণ, এ মাসেই আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রোকন ও নিদর্শন হজ্ব এবং অপর নিদর্শন কুরবানীর মহান আমল । এ মাস আল্লাহর কাছে সম্মানিত। এতে রয়েছে এমন দশক, আল্লাহ তাআলা যার কসম করেছেন

১৮ তম লাশ দাফনে ফরিদপুর তাকওয়ার স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm imran kazi. করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিমের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে।  হাফেজ হাবিবুর রহমান এর সংবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিটি কলেজের প্রভাষক ফরিদপুর পূর্ব আলীপুর নিবাসী জনাব মোঃ ওমর ফারুক মোল্লা (৪৬) ইন্তেকাল করায় মরহুমের গোসল, কাফন, জানাজা ও দাফনের খেদমতে ছুটে যান ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের পৌর জিম্মাদার হাঃমাওঃ মুফতি শিহাব উদ্দিন, নিবেদিত স্বেচ্ছাসেবী হাঃমাওঃমুফতি আবু নাসির, মুফতি আবু সালেম প্রমূখ। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে আলীপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন। সকলেই তাকওয়া ফাউন্ডেশনের এ সেচ্ছা শ্রমের প্রশংসা করে এই আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান।  নিবেদিত এ আলেম স

আল্লামা আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

ছবি
হাটহাজারী, চট্টগ্রাম ১১ জুলাই’২০ তাওহীদ নিউজ২৪: কওমী ফোরামের নেতৃবৃন্দ আজ উম্মুলমাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে । নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর শয্যা পাশে যান এবং তাঁর সান্যিধ্যে বেশ কিছু সময় কাটান । এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন । শায়খুল ইসলামও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন । এর আগে ফোরামনেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন । কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন । সফরে অংশগ্রহন করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মুফতী এনায়েতুল্লা, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ ।

পুলিশ লাইন্স মসজিদের ইমামের অসুস্থতায় ছুটে গেলেন মুফতি মুস্তাফিজুর রহমান

ছবি
তাওহীদ নিউজ২৪: ফরিদপুরের সু-পরিচিত তরুণ আলেম , সৌদি প্রবাসী হাফেজ কারী মুহাম্মদুল্লাহ এর পিতা ফরিদপুর পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত সাবেক ইমাম আলহাজ্ব কারী আব্দুল হাই সাহেব কিছু দিন যাবত শারীরিকভাবে অসুস্থ। এ খবর শুনে তাকে দেখতে গতকাল  ৯ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরের একঝাঁক তরুণ আলেমেদ্বীনকে নিয়ে ছুটে যান তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা তাওহীদ মুর্শিদ, হাফেজ মাওলানা খবির হোসাইন, মির্জা মুহাম্মদ শাহীন, মাওঃ ইয়াকুব হোসাইন , মাওঃ মিজানুর রহমানপ্রমুখ। এ সকল আলেমেদ্বীনদের দেখে  তিনি আবেগাপ্লুত হয়ে বিছানায় শুয়ে কাতর অবস্থায়ই নিজের সুস্হতা ও ঈমানী মৌতের দোয়ার আবেদন করেন। তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান  হযরত আব্দুল হাই সাহেব হুজুরের আসু রোগ মুক্তি কামনা করে, দেশবাসীর নিকট হুজুরের শেফার জন্য দোয়ার আবেদন জানিয়েছেন