আমরা_পেয়েছি_ওবায়দুর_রহমান_এর_প্রতিচ্ছবি

#আমরা_পেয়েছি_ওবায়দুর_রহমান_এর_প্রতিচ্ছবি তাওহীদ নিউজ২৪ মাওলানা সাইফুল ইসলাম সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইসলামী ঐক্যজোট নগরকান্দা থানা। জন্ম সূত্রে হোক আর ধর্মে সূত্রে হোক কেন যেন রক্ত মাংস মগজ থেকে আওয়ামী লীগ কে মেনে নিতে পারিনা তারপর ও একজন নৌকার প্রার্থী কে সমর্থন দিয়েছিলাম... গত ইউপি ইলেকশনের পরে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নয়টি ওয়ার্ড থেকে একান্ত কিছু আপন মানুষ কে নিয়ে সাজেদা চৌধুরীর বাসায় যাওয়ার সময় আমার দিকে তার কুনজর পড়েছিল তাই বাধ্য হয়ে যেতে হলো তার সাথে। সেখানে অবস্থানের সময় আইমান আকবর চৌধুরী বাবলু মামার কোনো এক কথা প্রসঙ্গে বলেছিলেন ওবায়দুর রহমান মামা ছিলেন নিরহংকার একজন রাজনীতিবিদ তিনি কখনো প্রতি হিংসার রাজনীতি করেন নাই যাক শত্রুর মুখে গভীর প্রশংসা শুনে আমি খুব আনন্দ উপভোগ করছিলাম। আমি ছোট বেলায় কিছুদিন খুলনায় লেখা পড়া করেছি সেখানে একদিন একটি দাওয়াতে গিয়ে স্হানীয় এক লোকের মুখে ওবায়দুর রহমান এর প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি খুব আগ্রহ নিয়ে দাড়িয়ে জিজ্ঞেসা করলাম কেন উনি এখানে কি করেছেন? স্হানীয় লোকজন বললো তিনি এই এই প্রোজেক্ট গুলো না করলে এ...