পোস্টগুলি

2019 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সালথায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধাধার

ছবি
এইচ,এম ইমরান কাজী তাওহীদ নিউজ২৪ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম(২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী রানা শেখ,সে ওই গ্রামের শাহজাহান মোল্যার কন্যা।গতকাল রাত ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী জিন্নাহ জানান, খবর পেয়ে গতকাল রাত ৮টার সময় তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন তার স্বামী রানা শেখ তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা আজ লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান আসামী ও তার সহযোগি তুহ...

আলোর মিনার পাঠাগারের উদ্দোগে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ছবি
এইচ,এম ইমরান কাজী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর এর একঝাক দ্বীণদার  তরুণদের হাতে গড়া সেবামুলক সংগঠন আলোর মিনার পাঠাগারের উদ্দোগে চরভদ্রাসনের গরিব অসহায় ও দুঃস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। প্রায় শতাধীক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন স্হানীয় জনপ্রতিনিধি ও পাঠাগারের উপদেষ্টা মন্ডলি পরিষদ। এসময় উপস্তিত ছিলেন চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুতা মোল্যা,৩নং ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান,সমাজ সেবক মন্টু মুধা,উপদেষ্টা মন্ডলি মুফতি জাকারিয়া, মাওঃসিদ্দিকুর রহমান,মুফতি সেলিম, এইচ এম ইমরান কাজী,মাওঃ মহব্বত হোসেন,মাওঃ আশিকুর রহমান,আঃ কাইয়ুম,কাওছার মোল্যা মাওঃআঃআহাত সিদ্দিকি ও পাঠাগারের সদস্য বৃন্দসহ এবং স্হানীয় জনগণ।

আঃরহমান হাত্যাকারীর ফাঁসীর দাবিতে মানববন্ধন

ছবি
এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ চরভদ্রাসন থানার আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার ছাত্র আঃরহমান হত্যাকারীর ফাঁসীর দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় উলামায়েকেরাম ও সর্বস্তরের জনগণ। মাওলানা ইমরান কাজী ও আঃ আহাদ সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি সেলিম,মুফতি মোয়াজ,মাওঃজহুরুল,রাসেল জামান,আনোয়ার আলী মোল্যা, বাদল আমিন,মন্ঠু মৃধা,এইচ এম ইমরান কাজী,মাওঃজাহাঙ্গীর আল মুফতি মাসুদ সহ স্হানীয় নেত্রীবৃন্দ। মাওঃ ইমরান কাজী বলেন অপরাধীর কোন পরিচয় নাই সে যেই হোক তার বিচার করতে হবে। মুফতি সেলিম বলেন মাদ্রাসার পরিচালক এর দ্বায়ভার এরাতে পারে না আগামী ২৪ ঘন্টার মধ্যে আসল অপরাধী খুজে বের করতে হবে নতুবা কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন চলাকালিন ডিসি মহাদয় এদিকদিয়ে যাওয়ার সময় হাজার হাজার জনগণ রাস্তা ব্লক করে ফাঁসী ফাঁসী ফাঁসী হত্যাকারীর ফাঁসী চাই বলে  স্লোগান দিলে তিনি গাড়ি থেকে নেমে বলেন আমি কথা দিচ্ছি আপনারা সুষ্ট বিচার পাবেন। প্রসঙ্গত:গত ২৫/১২/২০১৯ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসায় আঃ রহমান নামের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয় ছেলেটির ...

মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে মসজিদ-মাদ্রাসা ভাঙ্গার তালিকা

ছবি
এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট: তাওহীদ নিউজ ২৪  সম্প্রতি ভারতের মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে নদী তীরবর্তী বিভিন্ন ইসলাম ধর্মীয় স্থাপনা ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়েছে।  এর মধ্যে আছে ৬০টি জামে মসজিদ, ২টি নামাজঘর, ৫টি মাজার-দরবার, ১৩টি মাদ্রাসা, ১টি ঈদগাহ, ৪টি কবরস্থান এবং ১টি মৃতদের গোসলের স্থান আছে।  (মোট ৮৬টি) এক্ষেত্রে নদী রক্ষার নাম মুখে আনা হলেও নৌপরিবহন মন্ত্রনালয়ের এক সচিবের স্পষ্ট বক্তব্য হলো- “এখানে বিদেশীরা আসবে, পর্যটন কেন্দ্র হবে, সৌন্দর্য্য্ লাগবে। এখানে কোন প্রকার ধর্মীয় স্থাপনা রাখা যাবে না।  এগুলো সরিয়ে ফেলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ” উল্লেখ্য, এই মসজিদ ও ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানাগুলোর প্রায় সবগুলোর ওয়াফক-রেজিস্ট্রেশন কাগজ আছে, অনেকগুলো বহু বছর পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।  এই মসজিদগুলোর সাথে নদীর গতিপথের কোন প্রকার সম্পর্ক নাই।  কিন্তু সরকার জাস্ট গায়ের জোরে এগুলোকে অঅনুমোদিত/অবৈধ/‘নদী বাচানো’ মিথ্যা ট্যাগ গিয়ে ভাঙ্গার প্ল্যান নিয়েছে।  এক্ষেত্রে তারা মসজিদ কমিটির একশ্রেণীর অসাধু ব্যক্তিকে ঘুষ দিয়ে কিংবা ভেঙ্গে অন্য...

মারকাযুল নূর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তিক আয়োজিত শুরু হলো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

ছবি
প্রধান অতিথিঃ হাফেজ মাওলানা মুফতি উসামা আমিন মুহাদ্দিসঃ খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ প্রধান আকর্ষণঃ বিশ্বসেরা হাফেজদের উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী  চেয়ারম্যানঃ  মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ উপস্থিত থাকবেন  প্রশাসনিক কর্মকর্তাসহ আরো অন্যান্য ওলামা একরাম গণ প্রধান বিচারকঃ হাফেজ ক্বারী মাওলানা সাইদুর রহমান যশোরী প্রশিক্ষক ও বিচারকঃ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ ক্বারী মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা প্রশিক্ষক ও বিচারকঃ হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ বিচারকমণ্ডলীঃ হাফেজ কারী মোজাফফর হোসেন হাফেজ কারী ইসরাফিল হাফেজ কারী রায়হান ভূঁইয়া হাফেজ ক্বারী খালেদ সাইফুল্লাহ           চূরান্ত পর্ব  27 শে ফেব্রয়ারী বৃহস্পতিবার             স্হান মারকাজুল ফিকহিল  ইসলামী উত্তরা 10 নাম্বার সেক্টর, 1 নাম্বার রোড, 2 নাম্বার বাসা. গ্রুপ সমূহ ১/ ধারাবাহিক যে কোনো পাঁচ পারা  বয়স 10 বছর. ২/ ধারাবাহিক যেকোনো দাশ পারা বয়স 15 বছর. বিভিন্ন জেলায় আমাদের কেন্দ্...

নুরের ওপর হামলায় 'আহসান হাবিবের নিন্দা'

ছবি
    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আহসান হাবিব।  তিনি বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আহুত সংহতি ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুর, হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসানসহ অর্ধশতাধিক ছাত্র আহত হন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত:রোববার দুপুর পৌনে ১টার দিকে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

জামিয়া মিল্লিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা, বহু হতাহত

ছবি
জামিয়া মিল্লিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা, বহু হতাহত!! এইচ এম ইমরান কাজী   জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ ভারতে নাগরিকত্ব আইন পাশের প্রতিবাদে দিল্লিতে উত্তাল বিক্ষোভ থামাতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় পুলিশ। বিক্ষোভ দমানোর অজুহাতে জামিয়ার মিল্লিয়ার ভেতর ঢুকে শিক্ষার্থীদের ওপর টিয়ার সেল গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ চালিয়েছে তারা। এমনকি জামিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে নির্দয়ভাবে। বহু হতাহতের সংবাদ পাওয়া যাচ্ছে। রোববার (১৫ ডিসেম্বর) মাগরিবের পর এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি। জামিয়া মিল্লিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমদ বলেন, ‘পুলিশ অনুমতি ছাড়াই জোর করে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে আমাদের ছাত্ররা সহিংসতা চালায়নি।’ শিক্ষার্থীদের দাবি, ‘তারা সহিংসতা চালায়নি। তবুও পুলিশ তাদের আক্রমণ করেছে। নামাজরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। এবং জামিয়ার লাইব্রেরী থেকে তুলে নিয়ে গেছে আরও কয়েকজনকে।’ একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন সাবেক পুলিশ ছাত্রদের বাঁচাতে চাইলে তাকে নির্দয়ভাবে মারা হয়। এর আগে মসজিদের ইমাম মুসল্লি ছাত্রদের রক্ষা করতে আসলে তাক...

আবারো তালেবানের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসলো যুক্তরাষ্ট্র।

ছবি
আবারো তালেবানের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসলো যুক্তরাষ্ট্র। এইচ,এম ইমরান কাজী   জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪  কাতারে তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আবারও আলোচনায় বসেছে ওয়াশিংটন। শনিবার দেশটির রাজধানী দোহায় এই আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্রের মাধ্যমে ফরাসী বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আজ দোহায় তালেবান প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছে। আলোচনার মূল বিষয় 'সহিংসতা হ্রাস করার মাধ্যমে দুপক্ষের যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়া।’ গত সপ্তাহে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাটিতে এক ঝটিকা সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অামরা তালেবানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।’ তালেবানের সাথে আমেরিকার দীর্ঘ যুদ্ধের অবসানের লক্ষ্যে চলা   এই কূটনৈতিক প্রচেষ্টা গত সেপ্টেম্বরে একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। চুক্তির বিষয়বস্তু ছিল আফগানিস্তান থেকে নিরাপদে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া। আশা করা হচ্ছিল চুক্তি স্বাক্ষরিত হলে তালেবানদের সঙ্গে...

অগ্নিগর্ভ আসামে কারফিউ ভেঙে মুসলিমদের বিক্ষোভ, পুলিশের গুলি।

ছবি
অগ্নিগর্ভ আসামে কারফিউ ভেঙে মুসলিমদের বিক্ষোভ, পুলিশের গুলি। তাওহীদ নিউজ২৪ ডেস্ক :  বিক্ষোভ থামাতে আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা। টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাতেও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে বিক্ষোভ থামানো গেলনা উত্তর-পূর্ব ভারতে। বরং গতকাল বৃহস্পতিবার তা চরম আকার ধারণ করল আসাম ও ত্রিপুরায়। আসামের গুয়াহাটিতে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে হাজারো জনতা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের চালানো গুলিতে ১জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪জন। প্রবল বিরোধিতার মধ্যে বুধবার ভারতের রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ (ক্যাব)। বৃহস্পতিবার বিলটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। তাদের হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন আইনজীবী তথা কংগ্রেস সাংসদ কপিল সিব্বল। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে অবৈধ ও পরিত্যক্ত ঘোষণার আরজি করা হয়েছে আদালতে। বুধবারই বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মুসলিম লিগ। বিলটি অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে তারা রিট পিটিশনে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়...

ইয়েমেনে সৌদি জোটের হামলায় প্রতিদিন মারা যাচ্ছে ১০০০ মুসলিম শিশু!

ছবি
এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪  মধ্যপ্রাচ্যের যুদ্ধহত দেশ ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মুসলিম শিশু মারা যাচ্ছে। আজ বৃহস্পতিবার ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে। পার্সটুডের বরাতে জানা যায়, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না। ফলে শিশুদের প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রে সামরিক বাহিনীর সন্ত্রাসীরা সরাসরি হামলা চালাচ্ছে। স্বাস্থ্য সেবার এমন ভয়াবহ অবস্থার কারণে এ পর্যন্ত দেশটিতে ছয় হাজার নারী গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন। খবরে বলা হয়, যুদ্ধের ফলে ইয়েমেনের চিকিৎসা সরঞ্জামের ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ কাজে বাধা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সন্ত্রাসী সেনারা। উল্লেখ্য, ২০১৫ সালের শুরু থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও মার্কিন ...

মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল: আসামে কারফিউ, পরীক্ষা-ফ্লাইট বাতিল

ছবি
১২ ডিসেম্বর, ২০১৯14 এইচ, এম ইমরান কাজী  জার্নালীষ্ট: তাওহীদ নিউজ২৪  আসামের গুয়াহাটিতে রাস্তায় টায়ার ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে উত্তাল আসাম। বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। গুয়াহাটি ইউনিভার্সিটি এবং কটন ইউনিভার্সিটি তাদের সব আন্ডারগ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এছাড়া আজ বৃহস্পতিবার আসামের ধিব্রুগড় থেকে সব ফ্লাইট উড্ডয়ন বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রেলওয়ের সম্পত্তি নিরাপদ রাখতে গত রাতেই উত্তরপূর্বাঞ্চলের আক্রান্ত এলাকায় আরপিএসএফের-১২ কোম্পানি মোতায়েন করা হয়। দূরপাল্লার ট্রেনগুলোকে স্টেশন থেকে সরিয়ে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুয়াহাটি ও কামাক্ষ্যায় আটকা পড়ে আছেন বহু ট্রেনযাত্রী। নিরাপত্তা ইস্যুতে আসাম ও ত্রিপুরার সব যাত্রীবাহী ট্রেন স্থগিত করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ওদিকে গুয়াহাটি ও আগরতলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চতুর্থ দিনের জন্য রনজি ট্রফি গেমস...

'ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশ টিকবে না' ১০ বছর পূর্তি সম্মেলনে মাওলানা মামুনুল হক

ছবি
'ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশ টিকবে না '১০ বছর পূর্তি সম্মেলনে মাওলানা মামুনুল হক এইচ,এম ইমরান কাজী   জার্নালিষ্ট: তাওহীদ নিউজ২৪  বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দশ বছর পূর্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর বাইতুল মোকাররমের পশ্চিম লিঙ্করোডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, মজলুম মানবতার পক্ষে আমরা আছি। পৃথিবীর যেখানেই যেকোনো জনপদে যেকোনো জনগোষ্ঠীর কোনো মানুষ নির্যাতনের শিকার হবে তার স্বপক্ষে আমরা বলিষ্ঠভাবে সমর্থণ ও সংহতি ব্যক্ত করতে চাই। কাশ্মীর, সিরিয়া, আরাকানের মুসলমানদের অধিকার ফেরত চাই। বিশেষ করে কাশ্মীরের মুসলমানদের উপর ভারতীয় আধিপত্যবাদের জুলুম নির্যাতন ও কাশ্মীর মুসলমানদের স্বাধীনতা হরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কাশ্মীরের মুসলমানদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি...

যমুনা টিভির বিরুদ্ধে ফরিদপুরে সমাজ কল্যাণ যুব সংসদের মানববন্ধন

ছবি
এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪  শায়খুল   হাদিস   আল্লামা   আজিজুল   হক ( রহঃ )  কে   জঙ্গীবাদের   প্রতিষ্ঠাতা আখ্যা   দিয়ে   মিথ্যা   সংবাদ   প্রকাশের  অভিযোগ   এনে   ও   বেসরকারি   যমুনা টিভি   কর্তৃপক্ষের   শাস্তির   দাবিতে  ফরিদপুরে   মানববন্ধন  করেছে  ফরিদপুর   সমাজ   কল্যাণ   যুব   সংসদ   ও  কওমী   ফোরাম   নামে   একটি   সংগঠন । বৃহস্পতিবার  ( ৫   ডিসেম্বর )  বিকাল   ৩ টায়   ফরিদপুর   প্রেসক্লাবের   সামনে ঘণ্টাব্যাপী   এ   মানববন্ধন   করা   হয় । কওমী   ফোরামের   আহবায়ক   মুফতী  মুস্তাফিজুর   রহমানের   সভাপতিত্বে   এবং  মাওলানা   আব্দুল   আহাদ   সিদ্দিকীর পরিচালনায়   মানববন্ধনে   প্রধান অতিথি   হিসাবে   উপস্থিত   ছিলেন   যুব সংসদের   সভাপতি   হা...

বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!!

ছবি
বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!! এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:: তাওহীদ নিউজ২৪  ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে আফগানিস্তানের তালেবানের সাথে শান্তি আলোচনা আবার শুরুর আভাস দিয়েছে। এ ছাড়া সে দেশটি থেকে মার্কিন সন্ত্রাসী সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। গত শুক্রবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ট্রাম্প টেলিফোনে বলে, ‘আমরা আফগানিস্তান থেকে সরে আসছি। আমরা এখন তালেবানের সাথে একটা চুক্তি নিয়ে কাজ করছি। দেখা যাক কী হয়।’ এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু বলেনি এই ক্রুসেডার। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করল যখন সোমবার সফলভাবে দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। বন্দী একজন আমেরিকান ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে ছেড়ে দিয়েছেন তালেবানরা। বিনিময়ে তালেবানের উচ্চপদস্থ তিনজন বন্দী কমান্ডারকে মুক্তি দিতে বাধ্য হয়েছে মার্কিন মদদপুষ্ট মুরতাদ আফগান সরকার। একই সাথে, সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে ১০ জন আফগান সেনাকেও মুক্তি দিয়েছেন তালেবান। অনেকেই মনে করছেন যে, আমেরিকান কেভিন কিং ও অস্ট্রেলিয়ান টিমোথি উইকসকে ছ...

মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই।

ছবি
 এইচ,এম ইমরান কজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪   মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই। ঢাকা কেরানীগঞ্জ 'জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা'র শিক্ষক মুফতি আতিকুল্লাহ গতকাল (সোমবার) ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। তিনি বসুন্ধরা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান সাহেবের ছেলে ও জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা'র প্রবীন মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা। কেরানীগঞ্জ মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, "তিনি গতকাল সোমবার (২৫ নভেম্বর) নিজ বাড়ী চট্টগ্রাম থেকে কর্মস্থল কেরানীগঞ্জে আসার পথে ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।" ইতোপূর্বে তিনি ফেনী 'জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল মাদরাসা' ও 'বগুড়া জামিল মাদরাসা'র শিক্ষক ছিলেন। মুফতি আতিকুল্লাহ'র কোন খোঁজ পাওয়া গেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নাম্বার ০১৬৪৬৪...

হাজার মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হল আঃরাজ্জাক চেয়ারম্যানের জানাজা

ছবি
জানাজার খন্ড চিত্র এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪  চরভদ্রাসন উপজেলার ৩নং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আঃ রাজ্জাক এর নামাজে জানাজায় প্রায় পাচহাজর লোকের উপস্থিথিতিতে মুফতি আঃসবুর সাহেবের ইমামতিতে সম্পূর্ণ হল। এসময় উপস্তিত ছিলেন বর্তমান চেয়ারম্যান আজাদ খান মাওঃআঃ সত্তার সাহেব হাঃ আঃ মান্নান,গাজিরটেক ইউঃ চেয়ারম্যান ইয়াকুব বাদল আমিন,মুতা মোল্যা,আনোয়ার মোল্যা,বি এন পির বিভাগিয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ হাজার হাজার মুসলিম জনতা প্রসঙ্গত:গত তিনদিন আগে হঠাৎ অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে নেওয়া পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার  আজগর আলী হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি গতকাল ২৫/১১/২০১৯ তারিখ রবিবার সন্ধায়  ইন্তিকাল করেন। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অগনিত ভক্তও গুনগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য ছিল তার রাজনৈতিক জীবন তার দাফন তার নিজ বাড়ী এম পি ডাঙ্গী দেওয়া হয়েছে। সকলের কাছে তার রুহের মাগফিতার কামনা করা হয়েছে।

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩

ছবি
ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ ২৬ নভেম্বর, ২০১৯ 4 এইচ এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪:    ফ রিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব স্বদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরচিয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কোন দিকে যাচ্ছে আমার স্বাধীন বাংলাদেশ

ছবি
    এইচ এম ইমরান কাজী  জার্নালিষ্ট: তাওহীদ নিউজ২৪  আজ থেকে এক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার অনারারী ক্যাপ্টেন জহিরুল হক খন্দকার মারা যান। পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু, কিন্তু বাংলাদেশের একটা পত্রিকাতেও এ খবর আসেনাই। কারণ তিনি মারা গেছেন ডিজিএফআই এর হাতে আট মাস গুম এবং নির্যাাতনের শিকার হয়ে। তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই প্রতিষ্ঠানের মালিক কর্ণেল শহীদউদ্দিন খান ছিলো শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানার ভাসুর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দীকি ও তার স্ত্রীর পারিবারিক জমি/এপার্টমেন্ট ব্যবসার বিজনেস পার্টনার। জেনারেল তারেকের সাথে ব্যবসা নিয়ে ঝামেলা হলে কয়েক বছর আগে কর্ণেল শহীদ কোনমতে নিজের প্রাণ বাঁচিয়ে ব্রিটেন পালিয়ে যান। এরপর থেকে তার কপালে শনির দশা নেমে আসে। ঢাকায় তার বাসা ও অফিস তল্লাশী ও ভাংচুর করে র্যাব ও ডিজিএফআই বাহিনী। এ বছরের জানুয়ারী মাসে তার তিনজন স্টাফকে নিয়ে যায় র্যাব এবং তাদের  গুম করে। কোন আদালতে তাদেরকে তোলা হয়নি, কোথাও গ্রেফতার দেখানো হয়নি। হঠাৎ করে সেপ্টেম্বর মাসে পুলিশ জহিরুল হককে নিষিদ্ধ ঘোষিত...
#বাবরি মসজিদের   মালিকানার সব প্রমাণ আছেঃ মুসলিম আইনজীবী এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪  বাবরি মসজিদের জমির মালিকানার পক্ষে সব ধরনের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মামলার মুসলিম পক্ষের আইনজীবী। ভারতের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ডের এক আইনজীবী বলেন, উত্তর প্রদেশের আজকের অযোধ্যায় ১৫২৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। জায়গাটিতে হিন্দু দেবতার জন্ম নিয়ে যে দাবি করা হয়েছে, তার ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন। নয়াদিল্লি থেকে টেলিফোনে বার্তা সংস্থা আনাদুলুকে তিনি বলেন, বাবরি মসজিদের ভেতরে নামাজ আদায় থেকে মুসলমানদের বিরত রাখতে পারবে না। যেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেখানে কোনো মূর্তি ছিল এমন দাবিও কেউ করতে পারবে না। এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ১৯৪৯ সালের ডিসেম্বরে মুসলমানদের কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই মাসেই মসজিদের ভেতরে হিন্দু দেবতার মূর্তি পাওয়া যায়। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা কমাতে বিধিনিষেধ আরোপের ঘটনা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, মসজিদের ভেতরে মুসলমানদের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু হিন্দু ধর্মীয় নেতাদের ...

নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে: আল্লামা বাবুনগরীসা

ছবি
নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে: আল্লামা বাবুনগরী এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজজ২৪ গত শুক্রবার নরওয়ের আগদার শহরে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক মানবজাতির একমাত্র মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অবমাননার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ ২৫ নভেম্বর সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে।পবিত্র কুরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না।এর কারণে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন,বিশ্বের কোথাও ইসলামের বিরুদ্ধে কোনো ধরণের উস্কানি ও ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। প্রত্যেক দেশের সংবিধানে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। মানুষের ধর্ম বিশ্বাস ও মূল্যবোধ তার মর্যাদার নানা দিকের মধ্যে শীর্ষে রয়েছে। তাই পবিত্র কোরআন অবমাননা মানবাধিকার লংঘন এবং বিশ্ব মানবাধিকার ঘোষণার লংঘনের শামিল। আল্লা...

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ছবি
চিকিৎসাধীন হাফেজ মাহমুদ বাড়িতে কেন?  কেমন আছে হাফেজ মাহমুদ এইচ,এম ইমরান কাজী  জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪   ফরিদপুর জেলার স্বনামধন্য হাফেজ নগরকান্দা থানার কৃতি সন্তান হাফেজ মাহমুদুল হাসান    ক্যানসার রোগে আক্রান্ত  দির্ঘদিন মহাখালী ক্যানসার হসপিটালে চিকিৎসাধীন থেকে ৬ টি কেমো এবং ২৫ টি রেডিওথেরাপি গ্রহণ করে কেমো চলাকালীন সময় সাময়িক সময়ের জন্য আজ ফিরেছেন তার নিজ গ্রামের বাড়ি বড় পাইককান্দিতে যারা হাফেজ সাহেব কে দেখার অধির আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু ঢাকায় থাকার কারনে দেখতে পারেন নাই তারা এখন এই কোরআনের পাখি কে বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন। এম্বুলেন্স বাড়িতে পৌছেছে নগরকান্দা ফরিদপুর সহ দেশ বিদেশের যারা তার জন্য  সাহায্য সহযোগীতা ও দোয়া করেছেন তার পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এবং হাফেজ মাহমুদের জন্য দোআর আহবান জানিয়েছেন অসুস্থতার পূর্বের ছবি