পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লম্বা লকডাউনে! ক্ষতিগ্রস্ত হিফজ ছাত্রদের ব্যাপারে জরুরী কিছু কথা!

ছবি
মারকাযুন নূর ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান, হাফেজ ক্বারী হাদিউল ওয়ারা ফরিদপুরী ... বাদ তাসলীম সম্মানিত মুহতারাম লম্বা লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে হিফজ বিভাগের ছাত্ররা। সব বিভাগের ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি ব্যাপকভাবে বলি। তবে হিফজ বিভাগের বিষয়টা একেবারে আলাদা। এক্ষেত্রে ছাত্রদের ইয়াদ ধরে রাখার জন্য অভিভাবকের পাশাপাশি উস্তাদদেরও কিছু ভুমিকা পালন করা একান্ত জরুরী। মাদ্রাসা তো ছুটি, উস্তাদরাও ছাত্রদের কাছে নেই। আবার বহির্বিশ্বের মতো ভিডিও কনফারেন্সে ছাত্রদের আমরা পাঠদান করাতে পারবো, সেটাও হবেনা,সবার পক্ষে সম্ভব ও না। (যদিও কিছু প্রতিষ্ঠান এই সিস্টেমটা ফলো করছেন, শুনলাম)। এক্ষেত্রে আমার ভাবনা হলো, -সমস্ত ছাত্রদের অভিভাবকদের ফোন নাম্বার সংগ্রহে রাখা। -প্রতিদিন না হোক, দুদিন অন্তর অন্তর কয়েকমিনিটের জন্য হলেও ছাত্রদের হালত জানা। -মাঝেমাঝে ছাত্রের সাথে কথা বলা, তার কোন অপরাধ প্রকাশ পেলে ফোনে মৃদু শাসন করা, তাম্বীহ করা। -পড়ার রুটিন বাতলে দেয়া, মাঝেমাঝে ফোনে ছাত্রের তেলাওয়াত শুনা। -বাবা-মাকে ছাত্রের ব্যাপারে যত্নবান হওয়ার পরামর্শ দেয়া ইত্যাদি। এ কা...

ফরিদপুর আইসোলেশনে মৃত্যু নারীর দাফনে বৃষ্টির মধ্যে চরভদ্রাসনের আলেম-উলামা।

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ মার্চ) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দুই নারী। এদের মধ্যে শনিবার বেলা পৌনে ১২টার দিকে মারা যান শান্তা ইসলাম (১৭) নামে এক তরুণী। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে। এরপর একইদিন দুপুর ১২টার দিকে মারা যান রেহানা খাতুন (৩০)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের শহীদ হোসেনের স্ত্রী। গতকাল মৃত্যুবরণকারিনী ঐ মহিলার স্বজনরা কোনো উপায় না পেয়ে ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবের মোবাইলে 01762829043 এ নাম্বারে যোগাযোগ করলে তিনি তার চরভদ্রাসন তাকওয়া ফাউন্ডেশন  টিমের জিম্মাদার মাওঃজহুরুল হক ও মুফতি জাকারিয়া সাহেবকে জানালে চরভদ্রাসন তাক ওয়া ফাউন্ডেশনের আলেম সেচ্ছাসেবীগণ  শরীয়াসম্মত ভাবে কাফন, দাফনের জন্য ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মৃত্যু নারীর বাড়িতে হাজির হন তাকওয়া ফাউন্ডেশন  চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি হযরত মাওলানা জহুরুল হক, মুফতি জা...

ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের দাফন করলো মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন

ছবি
  সালথায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাইয়্যাতের গোসল কাফন শেষে জানাযা পরিয়ে দাফন সম্পন্ন করে তাকওয়া ফাউন্ডেশন। ছবি- মাওঃঝিনাতুল ইসলাম এইচ,এম ইমরান কাজী   ফরিদপুরের সালথা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত এক যুবকের দাফন -কাফনের কাজ সম্পন্ন করলো গাজী ইয়াকুব সাহেবের তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা। বুধবার আনুমানিক রাত ১১টার দিকে ওই যুবককে দাফন করা হয়। মৃত ওই যুবকের নাম মো: আরিফ হোসেন (২৬)। সে উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সপ্তাহখানেক আগে সে ঢাকা থেকে ফিরেছিলো বলে জানা যায়। সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ মারা যায়। তার শরীরে ঠান্ডা-জ্বর ছিলো। পাশপাশি সে জন্ডিসে আক্রান্ত ছিলো। তিনি জানান, প্রকৃতই সে করোনা আক্রান্ত কিনা সেটি পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে রাতে তার দাফনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাকওয়া ফাউন্ডেশনের ফরিদপুর ...

নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা:

ছবি
নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা: ওলামায়ে কেরাম ও ডা,এরতেজাদের ভূমিকা ------------------------------ আল্লামা মামুলুন হক সাম্প্রতিক বাংলাদেশের মিডিয়াপাড়া উত্তপ্ত হয়ে উঠেছে আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ,এর জানাযায় লক্ষ মানুষের জমায়েতকে কেন্দ্র করে ৷ অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত, চিন্তার বাইরে, কাকতালীয়, কল্পনাতীত কিংবা হঠাৎ করে যে কোনভাবেই এই জমায়েতের কারণ আপনি ব্যক্ত করতে পারেন ৷ নিরপেক্ষ তদন্ত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনে এই সত্যই প্রতিষ্ঠিত হবে ৷ দিন যত যাচ্ছে সংশয় ও অপপ্রচারের কালো মেঘগুলো সরে গিয়ে এই সত্যটি দিবালোকের ন্যায় প্রতিভাত হয়ে উঠছে ৷ কিন্তু লক্ষ্য করেছেন কি এই ঘর পোড়ার মধ্য দিয়ে একটি মহল ঢুকে পড়েছে তাদের আলু পুড়িয়ে নিতে ? হ্যাঁ আমি পাগড়ীওয়ালা সেই নাটকের মঞ্চাভিনেতা ডাক্তার এরতেজা হাসানের কথাই বলছি ৷ ঝোপ বুঝে কোপ মারতে এতটুকু কালক্ষেপণও করেনি ৷ কিন্তু একথা তার জানা নেই, মিথ্যা যত বেশি দানবীয় রূপ নিয়েই আধিপত্য বিস্তার করুক কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী ৷ মূল প্রসঙ্গে যাওয়ার আগে পার্শ্ববর্তী ভারতের সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত নিজামুদ্দিন মারকাজ ও মা...

ফরিদপুরের চরভদ্রাসনে প্রথম করোনা রুগী সনাক্ত'

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রথম করোনায়(কোভিট-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান,  চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) গ্রামে মাওলানা মাহমুদ হাসানের স্ত্রী(মোমেনা) করোনা  পজিটিভ পাওয়া গেছে। তিনি গত শুক্রবার ঢাকার মিরপুর থেকে এসেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পরিবারসহ আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরো জানান প্রশাসনের পক্ষ হতে চরভদ্রাসন উপজেলাকে লক ডাউন ঘোষনা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য গত  ৩ এপ্রিল থেকে ২০এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে ৩২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে আইওডিসিআর থেকে  ২২ জনের রিপোর্ট নেগেটিভ  আসে । বাকী ১০ জনের রিপোর্ট এখনও আসে নাই। সবাইকে ঘড়ে থাকার জন্য চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় দুইজনের করোনা সনাক্ত

ছবি
এইচ এম ইমরান কাজী:  ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এদের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । করোনাভাইরাস পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির। এছাড়া ও একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও পজেটিভ এসেছে। ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যাক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন আমাদের কাছে পৌছেছে। দুজনেরই ফল পজেটিভ এসেছে। ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যাক্তির মধ্যে একজন ঢাকা এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছে। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যাক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না। ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই দুইি ব্যাক্তির বাড়িতে এসে তাদের পরিব...

ফরিদপুরে মুফতি মুস্তাফিজের নেতৃত্বে করোনায় মৃত্যুদের কাফন- দাফনের টিম গঠন"

ছবি
এইচ,এম ইমরান কাজী:  প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশের শরীয়ত সম্মত পন্থায় গোসল, জানাযা ও দাফন নিয়ে সংকটের মুখে ফরিদপুরের একদল উদ্যোমি তরুণ আলেম এগিয়ে এসেছেন। করোনায় মৃতদের দেহ থেকে ভাইরাস সংক্রমণের ভয়ে লাশ দাফনের ক্ষেত্রে সংকটের মুখে তরুণ এই আলেমদের উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা জাগিয়েছে। ইতিমধ্যেই এই তরুণরা ভাইরাসরোধী ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুরক্ষার পোষাক (পিপিই)সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছেন। ফরিদপুরের প্রতিটি থানায় তাদের একাজ চলবে রোহিঙ্গা শরণার্থীসহ ঝড়, বন্যা, শীত’সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের মাঝে ত্রাণসহায়তা পরিচালনার জন্য সুপরিচিত মাওলানা গাজী ইয়াকুবের পৃষ্টপষকোতায় মুফতি মুস্তাফিজের ত্বতাবধানে কয়েকজন তরুণ আলেম ও যুবক এ কাজে শরীক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের মধ্যে রয়েছে। ১/আহবায়ক, মুফতী মুস্তাফিজুর রহমান  01762829043  ২/সদস্য সচিব, মাওঃজামিল সিদ্দিকী 01747017848   ৩/মাওঃআঃআহাদ সিদ্দিকী  01764703317 ৪/মাওঃশিহাব উদ্দিন01722679242 ৫/মোঃসাইফুল ইসলাম 01912217614 ...

সালথায় মাওলানা তাজুল ইসলামের ত্রাণ বিতরণ

ছবি
তাওহীদ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুরের সালথায় শতাধিক পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে (আনুমানিক ছয় দিনের) ত্রাণ সামগ্রী বিতরণ করেন হাফেজ মাওঃ আনিসুর রহমান তাজুল ইসলাম তিনি হিন্দু মুসলিম কোন ভেদাবেদ না করে সকলের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দেন, হিন্দুরা বলেন এভাবে কেউ আমাদের কাছে পৌঁছে দেন নি তাই তারা তাজুলের মঙ্গল কামনা করেন। জাতীর দুর্দিনে ওলামায়েকেরাম সব সময় মানবতার কল্যানে কাজ করে থাকেন। মাওঃ তাজুল ইসলাম বলেন যতদিন বেচে আছি ততদিন মানবতার কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সংক্রমণ বা ছোঁয়াচে এবং কোয়ারেন্টাইন সম্পর্কে ইসলাম কি বলে।

ছবি
মুহাম্মদে আরাবী সাঃ ছিলেন মানবতার মুক্তির দূত তাই কিয়ামতের আগ পর্যন্ত সকল বিষয়ের সমাধান তিনি ইসলামী শরিয়তের মধ্যে রেখে গিয়েছেন রাসূলে কারীম সাঃ ছোঁয়াচে রোগ বা রোগের সংক্রমণ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমরা বাস্তবেও দেখতে পাই যে, রোগীর কাছে, সাথে বা চারিপার্শে থেকেও অনেক মানুষ সুস্থ রয়েছেন। আবার অনেক সতর্কতার পরও মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। বস্তুত শুধু রোগজীবাণুর সংক্রমণেই যদি রোগ হতো তাহলে আমরা সকলেই অসুস্থ হয়ে যেতাম, কারন প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রোগজীবাণু আমাদের দেহে প্রবেশ করছে। রোগজীবাণুর পাশাপাশি মানুষের দেহের রোগ প্রতিরোধ  ক্ষমতা, রোগ জীবাণুর কর্মক্ষমতা ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে মানুষের দেহে রোগের প্রকাশ ঘটে। হযরত আবূ হুরাইরা (রাঃ) বলেন রাসূলুল্লাহ সাঃ বললেন "সংক্রামনের অস্তিত্ব নেই" তখন এক বেদুঈন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটগুলি হরিনীর ন্যায় সুস্থ থাকে। এরপর একটি চর্মরোগে আক্রান্ত উট এগুলির মধ্যে প্রবেশ করার পরে অন্যান্য উটও আক্রান্ত হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাঃ বললেন তাহলে প্রথম উটটিকে সংক্রামিত করলো কে?(বুখারী মুসলিম) পাশাপাশি রাসূলুল্লাহ সাঃ স...

মৌলভীরচর আলোর মিনার পাঠাগারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রাণ বিতরন

ছবি
এইচ,এম ইমরান কাজী: করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অন্তর্গত মৌলভীরচর আলোর মিনার পাঠাগার জরিপের মাধ্যমে অসহায়,দরিদ্র ও মধ্যবিত্তদের ৭০ টা পরিবার কে রাতের আধারে (পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি আলু,এক কেজি আটা,এক কেজি পিয়াজ,এক কেজি তেল ও অধা কেজি লবণ) অনুমানিক সাতদিনের খাবার তাদের বাড়িতে পৌছে দেন । পাঠাগারের সভাপতি মাওলানা হুসাইন সাহেব দেশ, জাতী ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা এই মহতি কাজে অংশগ্রহন করেছেন তাদের সকলের স্বু-সাস্থ ও নেক হায়াত কামনা করে দুআ করেন। তিনি আরো বলেন আমাদের একর্মসুচি চলবে তাই যারা পরর্বতিতে অংশগ্রহন করতে চান তাদের যোগাযোগ করার অনুরোধ করেন। যোগাযোগ : মাওঃ হুসাইন সাহেব সভাপতি:+880 1753-575542 মাওঃ মহব্বত সাহেব সেক্রেটারি: 01720320443

ফরিদপুরের আরো ৩ মুসুল্লি করোনায় আক্রান্ত

ছবি
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে (সাদ গ্রুপের)থাকা ফরিদপুরের আরো তিনজন মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর তাঁদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জজের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। এর আগে গত   শনিবার (৪এপ্রিল)  রাতে বাকি মুন্সী নামে এক মুসল্লির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে সিঙ্গাইরে তাবলিগ জামাতের ৪ মুসুল্লি করোনাভাইরাসে আক্রান্ত হন। নতুন করে করোনায় আক্রান্ত মুসল্লিদের সবার বাড়ি ফরিদপুরে। তাঁদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ৮০ বছর এবং অপরজনের ৬৫ বছর। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ১৩ জন তাবলিগ জামাতের মুসল্লি ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভাধীন আজিমপুর এলাকায় একটি মাদ্রাসায় আসেন। কয়েক দিন আগে এক মুসুল্লির (৬০) সর্দি, জ্বর ও কাশি শুরু হয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার তিনি আইইডিসিআর-এ গিয়ে করোনার নমুনা পরীক্ষা করেন। ওই দিন রাত ১১ টার দিকে নমুনা ...

অন্তত এক মাসের বাড়ী ও দোকান ভারা মওকুফ করুন। মুহাম্মদ নুরুল আমিন।

ছবি
তাওহীদ নিউজ২৪ ডেস্ক:  করোনা ভাইরাস সৃষ্ট বিপর্যয়ে মানবিক বিবেচনায় অন্তত একমাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করার জন্য নগরকান্দা-সালথার মালিকদের প্রতি অনুরোধ করেছেন কওমী একাডেমীর পরিচালক ও ইসলামী ঐক্যজোট নগরকান্দা উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন। মঙ্গলবার ৭ এপ্রিল সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে আলাপকালে মালিকদের প্রতি এ অনুরোধের কথা জানান। মালিকদের উদ্দেশ্য করে নুরুল আমিন বলেন। চলমান করোনা মহামারীতে নগরকান্দা-সালথার মানুষের স্বাভাবিক জীবন আজ থমকে দাড়িয়েছে। খেটে খাওয়া মানুষের আর্থিক দৈন্যতা যে কোথায় গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বিশেষতঃ নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবস্থা খুবই নাজুক। নিজেদের দৈনন্দিন আহার যোগাড় করাই অনেকের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় দোকান ও বাড়ীভাড়া প্রদান করা অসম্ভব। মানবিক বিবেচনায় অন্তত একমাসের ভাড়া মওকুফ করুন। নুরুল আমিন বলেন। সারাদেশের মত নগরকান্দা -সালথায় ও বাড়িভাড়া নিয়ে মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন অনেকে।  এসব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষতঃ এসকল মাদরাসার কতৃপক্ষ শিক্ষার্থীদের থেকে যৎসামান্য সংগ্র...

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"

ছবি
এইচ,এম ইমরান কাজী: ফরিদপুরের নগরকান্দার গোয়ালদি গ্রামে ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে।সংর্ঘষে নারী পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মাওলানা মুরাদ সাহেবের পরিচালিত একটি মাহিলা মাদ্রাসায়  সিহাব মাওলানা ও নয়ন মোল্যার নেতৃত্বে হামলা করা হয়। এতে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  গুরুতর আহতদের নগরকান্দা ও ফরিদপুর স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালিন শতাধিক ঘরবাড়ি , দোকান পাট, গরুর ফার্ম ভাংচুর করা হয় এবং ব্যাপক লুটপাট করা হয়।সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ঠুকে কলা খায়, এ নিয়ে দুজনের মাঝে শুরু হয় বাক বিতন্ডা। বেলা ৪ টার দিকে উভয়ে তাদের সমর্থিত লোক জন ডেকে এনে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষটি রুপ নেয় সৈয়াদ আলী মোল্য বনাম জলিল তালুকদার গ্রুপে। কলার মালিক আছাদ মোল্যা আবার সৈয়াদ আলী মোল্যার ভাতিজা। গোয়ালদী গ্রামের বিবদামান দু’গ্রুপের একটির নেতৃত্ব দেন পুরাপাড়া ইউপি চেয়ারম্যান সোবহান মাষ্টার আর অপরটির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান মরহুম মান্নান ফকিরের ছেলে কামাল ফকির।