পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই সময় আদা চা কত উপকারী জানেন

ছবি
  মানহা ফুডস লিমিটেড  নিবেদিত আজকের প্রতিবেদন     Manha foods Ltd    সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আদা চা সমাচার * কফ বা খুসখুসে কাশি উপশমে আদা-চায়ে আছে প্রাকৃতিক নিরাময় উপাদান। * এক কাপ আদা-চা মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার জন্য উপকারী হতে পারে। ভ্রমণের আগে এক কাপ আদা-চা খেলে, মোশন সিকনেসের কারণে বমি বমি ভাব কমে যাবে। এ ছাড়া মাথাব্যথা কমাতে দারুণ কার্যকর এই চা। * হজম প্রক্রিয়া উন্নত করে আদা, তাই আদা-চা খেলে হজমের সমস্যা দূর হবে। * আদা-চা অবসাদ দূর করে শরীর ও মনে চাঙা ভাব আনে। * আদায় উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেটা এই সময়ে খুবই দরকার। * এক কাপ আদা-চা মানসিক চাপ ও অস্থিরতা কমিয়ে দিতে পারে। তাই যে কোন অস্থিরতায় নিশ্চিতে খেতে পারেন এক কাপ আদা-চা। * খাবারে অরুচি দূর করতে সাহায্য করে আদা-চা। এ ছাড়া হজমে সহায়ক এনজাইমগুলো নিঃসরণ ঘটিয়ে খাদ্য পরিপাকেও সহায়তা করে আদা। * অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে। ...

মুসলিম দখলে বিশ্ব হবে।

 নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয় নিশ্চিতকারী শান্তি চুক্তি হবার পর শত শত আজারবাইজানি পতাকাহাতে রাজপথে নেমে আনন্দ প্রকাশ করছেন।

ধর্ষণের বিচার দাবীতে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর মানববন্ধন অনুষ্ঠিত।

ছবি
   তাওহীদ নিউজ২৪ঃ  সিলেট-নোয়াখালীসহ দেশব্যাপী বেপরোয়া গণধর্ষণ ও নৃসংস হত্যাকন্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনববন্ধন করেছে যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর । ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গতকাল বুধবার এ মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাওঃ শামচুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ কামাল উদ্দিন, মুফতী আবুনাছির মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী জাফর আহমদ,মাওঃ ইয়াকুব হোসাইন, হাফেজ মুহাম্মদ উল্লাহ, মাওঃ শিহাব উদ্দিন,মাওঃ খবির হোসাইন মাওলানা হেলাল উদ্দীন আবরার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদী এ মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন এধরনের পৈচাশিক ঘটনা বন্ধে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও শিক্ষার সর্বস্তরে ধর্মীয়-নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা । অন্যান্য নেতৃবৃন্দ বলেন টিভি-সিনেমা, পত্র- পত্রিকা, পোষাক পরিচ্ছেদ ও ফেসবুকসহ সবধরণের সামাজিক মাধ্যমে অশ্লিলতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান। দলের মুখপাত্র মুফতী মুস্তাফিজুর রহমান বলেন ধর্ষণের বিচারে সর্ববোচ্চ আইন মৃত্যুদন্ড/ ফাসির আইন পাশ করতে হবে ও তা প্...

পবিত্র যিলহজ্বের তাৎপর্য ও কুরবানীর গুরুত্বপূর্ন আমল

ছবি
মুফতি মুস্তাফিজুর রহমান: আসমান-যমীনের সৃষ্টি অবধি মহান আল্লাহ বছরকে ১২ মাসে বিভক্ত করেছেন। এটি মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত।এর মধ্য থেকে মহান আল্লাহ চারটি মাসকে করেছেন সম্মানিত ও মহিমান্বিত।  মহান আল্লাহ ইরশাদ করেন- অর্থঃ আল্লাহ যেদিন আসমান যমীন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তাঁর বিধান মতে ১২ টি। তন্মধ্যে চারটি মাস সম্মানিত। -সূরা তাওবা (৯) : ৩৬ হাদীস শরীফে এসেছে- নিশ্চয় সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে, আসমান-যমীনের সৃষ্টির সময় যেমন ছিল (কারণ, আরবরা মাস-বছরের হিসাব কম-বেশি ও আগপিছ করে ফেলেছিল)। বার মাসে এক বছর । এর মধ্য থেকে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক- যিলকদ, যিলহজ্ব, মুহাররম। আরেকটি হল রজব, যা জুমাদাল আখিরাহ ও শাবানের মাঝের মাস। -সহীহ বুখারী, হাদীস নং৪৬৬২ যিলহজ্ব : সম্মানিত চার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ চার মাসের মধ্যে যিলহজ্ব মাসের ফযীলত সবচেয়ে বেশি। কারণ, এ মাসেই আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রোকন ও নিদর্শন হজ্ব এবং অপর নিদর্শন কুরবানীর মহান আমল । এ মাস আল্লাহর কাছে সম্মানিত। এতে রয়েছে এমন দশক, আল্লাহ তাআলা যার কসম কর...

১৮ তম লাশ দাফনে ফরিদপুর তাকওয়ার স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm imran kazi. করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিমের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে।  হাফেজ হাবিবুর রহমান এর সংবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিটি কলেজের প্রভাষক ফরিদপুর পূর্ব আলীপুর নিবাসী জনাব মোঃ ওমর ফারুক মোল্লা (৪৬) ইন্তেকাল করায় মরহুমের গোসল, কাফন, জানাজা ও দাফনের খেদমতে ছুটে যান ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের পৌর জিম্মাদার হাঃমাওঃ মুফতি শিহাব উদ্দিন, নিবেদিত স্বেচ্ছাসেবী হাঃমাওঃমুফতি আবু নাসির, মুফতি আবু সালেম প্রমূখ। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে আলীপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন। সকলেই তাকওয়া ফাউন্ডেশনের এ সেচ্ছা শ্রমের প্রশংসা করে এই আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান।  নিবেদিত...

আল্লামা আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

ছবি
হাটহাজারী, চট্টগ্রাম ১১ জুলাই’২০ তাওহীদ নিউজ২৪: কওমী ফোরামের নেতৃবৃন্দ আজ উম্মুলমাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে । নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর শয্যা পাশে যান এবং তাঁর সান্যিধ্যে বেশ কিছু সময় কাটান । এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন । শায়খুল ইসলামও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন । এর আগে ফোরামনেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন । কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন । সফরে অংশগ্রহন করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মুফতী এনায়েতুল্লা, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ ।

পুলিশ লাইন্স মসজিদের ইমামের অসুস্থতায় ছুটে গেলেন মুফতি মুস্তাফিজুর রহমান

ছবি
তাওহীদ নিউজ২৪: ফরিদপুরের সু-পরিচিত তরুণ আলেম , সৌদি প্রবাসী হাফেজ কারী মুহাম্মদুল্লাহ এর পিতা ফরিদপুর পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত সাবেক ইমাম আলহাজ্ব কারী আব্দুল হাই সাহেব কিছু দিন যাবত শারীরিকভাবে অসুস্থ। এ খবর শুনে তাকে দেখতে গতকাল  ৯ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরের একঝাঁক তরুণ আলেমেদ্বীনকে নিয়ে ছুটে যান তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা তাওহীদ মুর্শিদ, হাফেজ মাওলানা খবির হোসাইন, মির্জা মুহাম্মদ শাহীন, মাওঃ ইয়াকুব হোসাইন , মাওঃ মিজানুর রহমানপ্রমুখ। এ সকল আলেমেদ্বীনদের দেখে  তিনি আবেগাপ্লুত হয়ে বিছানায় শুয়ে কাতর অবস্থায়ই নিজের সুস্হতা ও ঈমানী মৌতের দোয়ার আবেদন করেন। তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান  হযরত আব্দুল হাই সাহেব হুজুরের আসু রোগ মুক্তি কামনা করে, দেশবাসীর নিকট হুজুরের শেফার জন্য দোয়ার আবেদন জানিয়েছেন 

শাইখুল ইসলাম জুনাইদ বাবুনগরী হাফি: কে নিয়ে মিথ্যাচার, ৬৬ আলেমের বিবৃতি

ছবি
তাওহীদ_নিউজ২৪ :হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে জামায়াত সংশ্লিষ্টতার উক্তিকে জঘন্য অপবাদমূলক মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের ৬৬ জন শীর্ষ উলামা মাশায়েখ। রোববার এক যৌথ বিবৃতিতে আলেমগণ বলেন, ২০১৩ সালের ৫ ও ৬ মে, ইসলাম ও মুসলমানদের জন্য দ্বিতীয় কারবালার একটি নির্মম, কালো ও রক্তাক্ত ইতিহাস। শুকরিয়া মাহফিল নয়, এর চাইতে বড় কিছু করেও তা ভুলানো যাবে না। হাজার বছর অতিবাহিত হলেও শাপলা চত্বরের শহীদদের বুকের তাজা রক্ত কথা বলবে। তারা বলেন, যারা এই হত্যা অস্বীকার করবে তারা স্বার্থপর সুবিধাবাদী ও জাতীয় গাদ্দার। ৫মে’র ভয়ংকর কালো রাত্রির শেষ প্রহর পর্যন্ত যে সকল মর্দে মুজাহিদ গুলি ও বুলেটের মুখে জীবনবাজি রেখে শাপলা চত্বরে মৃত্যুর মুখোমুখী হয়েও ষ্টেজে বসে লাখ লাখ নেতা-কর্মীদেরকে হিম্মত ও সাহসিকতার সাথে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে যেতে উৎসাহিত করেছেন, তিনি আপোসহীন জননেতা দেশ ও জাতির কান্ডারী আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। তিনি জেল জুলুম নির্যাতন নিপীড়নের দরাজ ফিরিস্তির বাস্তব প্রাণপুরুষ। আলেমগণ আরো বলেন, ঈমান-আক্বিদার পতাকা সমুন্নত রাখা ও বাত...

দাফন সহ সেবা মূলক কাজে প্রশংসায় ভাসছে নগরকান্দার সন্তান মুফতি মুস্তাফিজের আলেম স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm,imran kazi: করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান আমাদের নগরকান্দার কৃতি সন্তান মুফতি মুস্তাফিজুর রহমানের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে। নগরকান্দা থানার মাঝিকান্দা গ্রামের মোঃ হোসেন সরদার (৪৮) আজ (৫ জুলাই ) রবিবার বিকাল ৩ টায় জ্বরে ভূগে ইন্তেকাল করেছেন। মরহুমের গোসল কাফন ইত্যাদি খেদমতে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে জনাব শওকত শরীফ আহবান জানালে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীদের নিয়ে  নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামে মৃত্যু বাড়িতে উপস্থিত হন। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। এ খেদমতে অংশগ্রহণ...

মাওঃ গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ছবি
TAWHID NEWS24:  তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব যিনি ইতিমধ্যে নিপীড়িত , সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসাবে সু-পরিচিতি লাভ করেছেন । মানবদরদী এ মানুষটি গত তিন চার দিন যাবত শারীরিকভাবে অসুস্থ । এক পর্যায়ে গতকাল একটি প্রাইভেট হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন । তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় সর্বমহলে দোয়ার আমল চলছে তারই ধারাবাহিকতায় মানবতার পরম বন্ধু তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ  এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর এর উদ্যোগে আজ ফরিদপুর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত স্বেচ্ছাসেবী  হাফেজ মাওলানা আবু নাসির, পৌর জিম্মাদার হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন, এইচ এম ইমরান কাজী, হাফেজ মাওলানা খোবির হোসাইন প্রমুখ। সভাপতির বক্তৃতা...

ফরিদপুরের নগরকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে এবং অন্তত আহত হয়েছে ১৫ জন।

ছবি
  এইচ,এম ইমরান কাজী: রোববার(20-06-2020) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামে অধিপত্য বিস্তার  কেন্দ্র করে সংঘর্ষে কাইজা হয়েছে।কাইজায় একজন নিহত হয়েছে এবং  ১৫ জন আহত হয়েছে, নিহতের নামজাফর মোল্লা (৫২) বড়পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। জাফর মোল্লার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা। এ সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুুর রহমান ও স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামের আক্তার মাতুব্বরের সঙ্গে কালু মাতুব্বরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় কাইজার সূত্রপাত হয়। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আক্তার মাতুব্বরের সমর্থক জাফর মোল্লা নিহত হয়। এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রান...

বর্তমান সময়ে মিডিয়ায় আলেম-উলামাদের পদচারণ কতটুকু জরুরী ।

ছবি
মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী  প্রতিটি যুগেই যে কোন একটি জিনিসের প্রভাব থাকে যেমন, আমরা ইতিহাস থেকে জানতে পারি পূর্বযুগের নবীদের আগমন তৎসময়কার প্রভাবিত জিনিসের মোজেযা নিয়েই  তাঁদের আগমন হয়েছে। যেমন হযরত দাউদ আ: এর যুগে কামারদের প্রভাব ছিল তো আল্লাহ তাআলা হযরত আ: কে এমন মোজেযা দান করেছিলেন যে, তিনি লোহাকে নিমিষেই মোজেযার মাধ্যমে পানি করে ফেলতে পারতেন। হযরত মূসা আঃ: এর যুগে যাদুবিদ্যার প্রভাব ছিল আল্লাহ তাআলা হযরত মূসা আঃ কে এমন মোজেযা দান করেছিলেন যে তার হাতের লাঠিগুলো যাদুবিদ্যার কাজ করতো। হযরত ঈসা আঃ এর যুগে চিকিৎসাবিদ্যার খুব প্রভাব ছিল আল্লাহ তাআলা তাকে এমন চিকিৎসাবিদ্যা জ্ঞান দান করেছিলেন যে, কোন মৃত ব্যক্তিকে "আল্লাহর নামে দাঁড়াও" বললে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত । হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহিত্যের খুব প্রভাব ছিল তৎকালীন আরব সাহিত্যিকরা দুনিয়াতে বহুল প্রশংসিত ছিল। তাই আল্লাহ তাআলার মাহবুব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাডেমিকভাবে শিক্ষিত না হলেও হুজুর সাঃ-এর বিদ্যার কাছে তৎকালীন আরবের সমস্ত সাহিত্যিক, শিক...

ব্যবসা হোক আলেমদের কর্মক্ষেত্র, মাদরাসা মসজিদ হোক খেদমতের স্থান।

ছবি
এইচ,এম ইমরান কাজী প্রধান সম্পাদক :তাওহীদ নিউজ২৪ তাওহীদ নিউজ২৪: জীবিকার ত্যাগীদে ও পরিচয় তৈরি করতে বেঁচে নিতে হয় প্রয়োজনীয় পেশা। ব্যবসা, চাকরিসহ পৃথিবীতে রয়েছে শত শত রকমের পেশা। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় পেশাও। কেউ বা স্বাধীন আবার কেউ বা পরাধীন পেশা বেচে নেয় ক্যারিয়ার গঠনে। আবার অনেকে উদ্যোগ নেয় নতুন নতুন কর্মসংস্থান তৈরির। আর ইসলামের দিকনির্দেশনা হল হালাল পথে জীবিকা উপার্জন করা। হারাম পথে উপার্জিত অর্থ-সম্পদ ভোগ করে ইবাদত-বন্দেগী করলে তা আল্লাহর নিকট গৃহীত হবে না। কারণ ইবাদত কবুলের আবশ্যিক পূর্বশর্ত হল হালাল উপার্জন। তবে একজন আলেম ব্যবসায় আত্মনিয়গ করতে চাইলে সাধারন মানুষ, ক্ষেত্রবিশেষ স্বগোত্রের অনেক আলেমও বিষয়টি আড় চোখে বা ভিন্ন দৃষ্টিতে দেখে। ভেবে নেয় সে ভাল আলেম হয়নি কিংবা ভাল পড়া- লেখা করেনি। তাই ব্যবসা-বানিজ্য করছেন। অথচ ইমাম আবু হানিফা রহ. একজন বিজ্ঞ আলেম ও মাযহাবের ফকীহ ইমাম ছিলেন। সাথে সাথে ছিলেন একজন বড় ব্যবসায়ী। রাসুল সা. এর বহু সাহাবী ব্যবসায়ী ছিলেন, দ্বীনি বড় বড় খেদমতের পাশা পাশি ব্যবসায় আত্মনিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বয়ং রাসুল সা.ও ব্যবসা করতেন।এ...

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ছবি
আঃ কাদের জিলানী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দরি সহস্রাইল গ্রামে আজ ২৪ জুন বুধবার বেলা একটার সময় ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশি লোকজন তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের শোর চীৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত পাশ্ববর্তী আলফাডাঙ্গা থানার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। মৃত স্বামী স্ত্রী হলো - রাকিব (২৭) পিতা -ইউনুস মোল্লা, গ্রাম দরি সহস্রাইল, ইভা বেগম (২২) স্বামী -রাকিব,পিতা - ইকরাম মোল্লা, গ্রাম -কামারগ্রাম, বোয়ালমারী। হাসপাতাল সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের তিন বছরের বিবাহিত জীবনে কোন ছেলে মেয়ে না হওয়ায় পারিবারিক কলহের জেরে একই সঙ্গে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে প্রত্যক্ষদর্শিরা তাওহীদ নিউজ ২৪ কে জানান । লাশের ময়না তদন্তের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্ততি নিচ্ছেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত ) ফয়সাল আহমেদ জানান। একই সঙ্গে স্বামী স্ত্রী দু'জ...

ইতিহাস পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা ও পদ্ধতি।মোঃ আবু বকর বিন আলমগীর

ছবি
তাওহীদ নিউজ২৪: মহান আল্লাহ তায়ালা সৃষ্টিজীবের প্রতি দয়াপরশ হয়ে পৃথিবী পরিচালনার এমন কতিপয় নীতিমালা স্থাপন করেছেন, যা অপরিবর্তনশীল।এসব নীতিমালার উপর ভিত্তি করেই  মানবজীবন টিকে থাকে এবং মানুষ নিজ নিজ কাজ-কর্ম এসব নীতিমালার ভিত্তিতেই করে থাকে। যদি প্রত্যেক যুগ বা প্রত্যেক স্থানের জন্য ভিন্ন -ভিন্ন সতন্ত্র  নীতিমালা থাকতো, তবে মানবজীবন অস্থিতিশীল হয়ে পড়তো এবং পূর্ববর্তী সকল ইতিহাস ধ্বংসস্তূপে পরিণত হত। কিন্তু আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ ও কৃপায় ইতিহাস কখনো ধ্বংস হয়না ; বরং গতকাল আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে আজ তার পুনরাবৃত্তি ঘটবে, আজ যা সংঘটিত হয়েছে কাল তার পুনরাবৃত্তি ঘটবে, এভাবেই কেয়ামত পর্যন্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। সুতরাং পূর্ববর্তী ঘটনাবলি বারংবার পুনরাবৃত্তি হতে থাকে, এবং বাহ্যত তা কখনো কখনো একইরকম হয়ে থাকে,যেন তা ভূপৃষ্ঠে নতুন কোন ঘটনা নয়। তাই আমরা যখন ইতিহাস পাঠকরি এবং একথা জানতে পারি যে,বর্তমান সময়ের কোন ঘটনা পূর্ববর্তী কোন ঘটনার সাথে সম্পূর্ণ মিল রয়েছে, তখন আমাদের পক্ষে ঘটনাটির শেষ পরিণতি ও ফলাফল উদ্ঘাটন করা সহজ হয়ে যায়।সুতরাং সংঘটিত ঘটনাটি যদি কল্যাণকর হয়...

ফরিদপুরে ১২তম করোনায় মৃত্যু লাশের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা

ছবি
এইচ,এম ইমরান কাজী:

ইসলামের ঢাল তৈরীর কারখানা গুলো যেন বন্ধ না হয়ে যায়।

ছবি
তাওহীদ নিউজ২৪: আমরা সকলে জানি শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হলে ঢাল এর কোন বিকল্প নেই তাই আমাদের ভালো করে বুঝতে হবে ইসলামের শত্রুরা এই বাস্তবতা সম্পর্কে অবহিত যে, পৃথিবীতে যে মানব কাফেলা টি ইসলামের পক্ষে ঢাল হয়ে আছে তারা হলো চাটাইয়ে বসে জীবনযাপনকারী এই আলেম সমাজ। এই সহজ সরল মানুষ গুলোই ইসলামের জন্য ঢালের কাজ দিচ্ছেন কাজেই ইসলামবিদ্বেষীরা জানে সমাজের এই হুজুর শ্রেণীটি যতদিন পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলা সম্ভব হবে না। ইতিহাস সাক্ষী দেয় যে এই চাটাইনিবাসী মৌলবীরা যখনই কোন অঞ্চল থেকে হারিয়ে গেছে, সেখান থেকে ইসলাম ও বিদায় নিয়েছে। ইসলামের শত্রুরা সেই অঞ্চলে অনায়াসে তাদের মিশন বাস্তবায়িত করেছে। ইতিহাস থেকে জানা যায় ইসলামী অঞ্চলের এমন এমন ভূখণ্ড আছে যেখানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বীজটিকেও হত্যা করে ফেলা হয়েছে। তার ফলাফল কি দাঁড়িয়েছে রাখালকে হত্যা করে ফেলার পর পশুপালটির যেমন কোনো অভিভাবক থাকেনা নেকড়েরা তাদের ছিঁড়েফেড়ে খেয়ে ফেলে তেমনি বর্তমানে পৃথিবীর বহু অঞ্চলে মুসলমানদের অবস্থা ঠিক তেমন রূপ ধারণ করেছে। বাগদাদের অবস্থা দেখুন বাগদাদ...

করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু লাশের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম।

ছবি
তাওহীদ নিউজ২৪- ফরিদপুরের সদরপুরে করোনাভাইরাসজনিত (কভিট-১৯) আক্রান্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব শ্যামপুর নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলামের গোসল, কাফন,জানাজা ও দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমানকে খবর দিলে তিনি তাকওয়া ফাউন্ডেশন সদরপুর উপজেলার নিবেদিত স্বেচ্ছাসেবী মাওলানা সাদেকুল ইসলাম সিদ্দিকীকে জানান। মাইমামতিতে- এ খেদমত সম্পন্ন করেন তাকওয়া ফাউন্ডেশনের অন্যতম স্বেচ্ছাসেবী মাওলানা জুনায়েদ সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, হাফেজ শাহাদাত হোসাইন, মাওলানা হাফিজুর রহমান ,মোঃ আব্দুল মতিন প্রমূখ। মঙ্গলবার সকাল ছয়টার দিকে করোনা ভাইরাস জনিত কোভিট-১৯ আক্রান্ত হয়ে মারা যান মো. নূরুল ইসলাম (৪৫)। তিনি দক্ষিণ শৈলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এ মেয়ের বাবা। করোনাভাইরাসজনিত উপসর্গ দেখা দেওয়ায় গত রবিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিধি মে...

মুফতি মুস্তাফিজুর রহমান মানবতার অতন্দ্র প্রহরী।মাওলানা:সাইফুল ইসলাম ফরিদপুরী

ছবি
তাওহীদ নিউজ২৪: মানবতা আজ কফিনবদ্ধ গোটা পৃথিবীতে আজ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গ্রাস করে নিয়েছে পৃথিবীর প্রতিটি জনপদ। তাই বলে এই জনপদের মানুষ অবহেলিত হবে এটা কখনো কল্পনা করা যায় না। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে যত জীব আছে সকল জীবের মধ্যে উত্তম জীব এই মানুষ । আমরা সকলেই জানি গোটা সৃষ্টিকুলের মধ্যে উত্তম সৃষ্টি হলো এই মানুষ কিন্তু আজ আমরা দেখছি এই মানুষ কত অবহেলিত ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি একজন মানুষ মৃত্যুবরণ করবে আর তাকে অবহেলিত অবস্থায় ফেলে রাখবে এটা কি কখনো কল্পনা করা যায়। আজ আমরা দেখছি কোন মানুষ যদি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাকে দাফন-কাফন গোসলের ব্যবস্থায় কোন লোক পাওয়া যায় না। হা এই লোকটি কিন্তু আপনার অতি কাছের ছিল অতি প্রিয় ছিল অতি আদরের ছিল এই লোকটি মারা যাওয়ার পর আপনার উপর তার হক ছিল তাকে সুন্দরমতো দাফন-কাফনের ব্যবস্থা করা। কিন্তু আপনি তা না করে অবহেলিত অবস্থায় ফেলে রাখছে এটাই কি মানবতা ? তবে আমরা খুঁজে পেয়েছি মানবতার প্রকৃত বন্ধু এদেশের তরুণ আলেম সমাজের একটি দল গোটা...

কালোজিরা ব্যবহারে সেরে যাচ্ছে করোনা দাবি মদিনার গবেষকদের

ছবি
এইচ,এম ইমরান কাজী : দুনিয়াব্যাপী প্রতিনিয়ত বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই বৈশ্বিক মহামারি প্রতিরোধে করোনার টিকা বের করার জন্য হন্যে হয়ে কাজ করছেন সারা বিশ্বের গবেষকরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবে মদিনার তাইয়্যিবাহ ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফলভাবে চিকিৎসা করেছেন তারা। এজন্য কালোজিরা ব্যবহার করা হয়েছে; যা হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো চিকিৎসা পদ্ধতি। ওই গবেষকদলের গবেষণাপত্র ছাপা হয়েছে মার্কিন জার্নাল ‘পাবলিক হেলথ রিসার্চ’-এ। যা চাইলে যে কেউই দেখতে পারবেন। ওই গবেষকদলের চিকিৎসা পদ্ধতিতে বলা হয়, দুই গ্রাম কালোজিরা, এক গ্রাম চামেলি ফুল এবং এক চা চামচ মধু এক সঙ্গে মিশিয়ে করোনা থেকে সরে উঠা পর্যন্ত খেতে হবে। এই মিশ্রনটি খাওয়ার পর যে কোনো ফলের জুস কিংবা লেবু অথবা কমলা খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেয়া হয়েছে। কালোজিরা হলো রাসূল (সা.) এর দেখানো চিকিৎসা উপকরণ। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কালোজিরা হলো সর্বরোগ থেকে পরিত্রাণ পাওয়ার ওষুধ। তবে ব...

চেয়ারে বসে মৃত্যু করোনা রোগী, দরজা ভেঙে উদ্ধার করে কাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম।

ছবি
তাওহীদ নিউজ২৪:- ফরিদপুরে জ্বর-কাশি নিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের হাউজিং ষ্টেটের মেজর আজাদের ছয়তলা একটি  ভবনের নিচতলায় ওই ব্যক্তি ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে ওই ব্যক্তিকে চেয়ারে বসা মৃত অবস্থায় দেখে মৃত্যু এ লাশের গোসল ও কাফন কার্য সম্পাদনে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিমের প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব কে ফোন করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমের নিবেদিত স্বেচ্ছাসেবী দের নিয়ে এ লাসের গোসল, কাফন ইত্যাদি সম্পাদন করেন । টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান তাওহীদ নিউজ২৪ কে  জানান এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৯ টি লাশের গোসল, কাফন ,জানাযা ও দাফন সম্পাদনের খেদমত আঞ্জাম দিয়েছেন যার মধ্যে একটি নারী ও একটি হিন্দু লাশ রয়েছে  । তিনি আরো জানান যতদিন করোনা সংকট থাকবে ততদিনে এ তাকওয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত থাকবে এছাড়াও ইসলাম ,দেশ ,স্বাধীনতা ও মানবতার কল্...

কোরআনের বাংলা অনুবাদক কে? মুফতী সৈয়দ যাকারিয়া ফারুকী

ছবি
  তাওহীদ নিউজ:- এদেশে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য হয়েছে গভির ষড়যন্ত্র।এমন কি ইতিহাসের সংরক্ষক নামক কিছু অসাধু জালিমেরা ইসলামিক (হিস্টরি) ইতিহাস করেছে বিক্রিত।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিত ইতিহাস হলো মানবজাতির সংবিধান পবিত্র আল কোরআনের বাংলা বঙ্গানুবাদ। এখানে ইতিহাস বিক্রিত জালিমরা বলেছে যে,সর্বপ্রথম কুরআনের বাংলা অনুবাদক কোন মুসলিম নয়, এক হিন্দু।নাউযুবিল্লাহ।আসুন এবার সংক্ষিপ্ত ভাবে ইতিহাস চর্চা করে সঠিক তথ্য যেনে নিই। ইংরেজদের সময় এই রকম অনেক মুসলমানদের সাফল্য হিন্দু ভাইদের নামে চলে গেছে! বাঙ্গালিদের জীবনে হাজার বছর ধরে চলে আসা একটি ঐতিহাসিক বিকৃত এবং মিথ্যা ধারনা কোরআন  মাজিদের বাংলা অনুবাদক গ্রীশ চন্দ্র সেন"। সত্য ইতিহাসের বিকৃতি; প্রকাশ হয়ে গেলো অনুবাদক! মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া ১৮০৮ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন। এরপর ১৮৩৬ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন। গ্রীশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেন, গ্রীশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।আর গ্রীশ চন্দ্র সেন এর প্র...

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের দাফন কার্যে মুফতি মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন টিম।

ছবি
  তাওহীদ নিউজ  : ফরিদপুর জেলা সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামনিবাসী পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেন  (৫৬) এর দাফন কাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের সালথা উপজেলার নিবেদিত  স্বেচ্ছাসেবকগণ ৷ জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেনের শরিরে  করোনা উপসর্গ দেখা দিলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে  ইন্তেকাল করেন ৷  মরহুমের লাশ আজ সোমবার ঢাকা থেকে তার নিজ গ্রাম মাঝারদিয়া পৌঁছালে তার পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করে দাফন কার্য সম্পাদনে অনুরোধ জানালে তিনি আশ্বস্ত করেন । তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব এর পরিচালনায় তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম এর ইমামতিতে এ দাফন কার্যে অংশ গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন এর নিবেদিত সেচ্ছাসেবী  মাওঃকারী শহিদুল ইসলাম হারুন, হাঃ আবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ, মুফতি আবু তাহের প্রমুখ জানাযায়...